দূর হল চিন্তা! সরকারি কর্মীদের হেলথ স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ আন্দোলনের মাঝেই সরকারি কর্মীদের (State Government Employees) জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার (West Bengal Government)। যার জেরে অনেকটাই চিন্তা দূর হবে সরকারি কর্মচারীদের।

সরকারি কর্মীদের হেলথ স্কিম নিয়ে বড় পদক্ষেপ (West Bengal Government)

গত বুধবার রাজ্য অর্থ দফতরের মেডিক্যাল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করছে সরকার। যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট (কালিকাপুর), তপোবন হাসপাতাল (দুর্গাপুর), টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার সেন্টার (ইএম বাইপাস), আরামবাগ ডায়াগ্নস্টিক (আরামবাগ), এএসজি হাসপাতাল (বিটি রোড)।

পাশাপাশি এএসজি হাসপাতাল (দেশপ্রাণ শাসমল রোড), হিমালয়ান আই ইনস্টিটিউট (শিলিগুড়ি), জ্যোতির্ময় আরোগ্য ভবন (চণ্ডীতলা, শ্রীরামপুর), মেডিট্রাস্ট ডায়াগ্নস্টিক (কাশিপুর রোড, দমদম) কেও স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে।

জানিয়ে রাখি এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশনভোগী ২ লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবার ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মীর চিকিৎসার খরচ ২ লাখ টাকা পর্যন্ত হলে কর্মীকে হাসপাতালের কোনও বিল মেটাতে হয় না। তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের এমপ্যানেলড হাসপাতাল হবে।

যদি কোনো সরকারি কর্মীর হাসপাতালের বিল ২ লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে পরে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয়। তবে বিগত সময়ে বহুবার সরকারি কর্মীদের তরফে অভিযোগ এসেছে যে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানেও এবার পদক্ষেপ করেছে সরকার (West Bengal Government)।

Government employees

আরও পড়ুন: কিস্তিতে মেটানো হবে বকেয়া DA, অবশেষে সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার

সূত্রের খবর এবার থেকে স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্বে রাখা হবে একজন চিকিৎসকে। মেডিক্যাল সেলে এবার থেকে চিকিৎসককে রাখা হবে। যার ফলে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে যে সময় লাগছিল তা এবার লাঘব হবে বলেই মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর