সমুদ্রের নীচে ২ হাজার বছরে পুরনো শহর! অবাক করবে প্রাচীন শহরের সৌন্দর্য

বাংলা হান্ট ডেস্ক: মাটির নিচে সমুদ্রের তলায় রয়েছে এক আশ্চর্য সুন্দর পৃথিবী। যা দেখলে এক মুহূর্তের জন্যও পলক পড়বে না চোখের। মাটির তলায় থাকা আশ্চর্য সুন্দর এই দুনিয়া  কিন্তু পাতাল লোকের (Patal-lok) থেকে কোন অংশে কম নয়। সম্প্রতি প্রত্নতত্ত্ববিদরা নেপলস উপসাগরে সমুদ্রের নিচে খুঁজে পেয়েছে এমনই একটি রোমান শহরের ধ্বংসাবশেষ।

সমুদ্রের তলায় পাতাললোকের (Patal-lok):

সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এই পাতার লোকেই (Patal-lok) একসময় আনাগোনা ছিল অভিজাত পরিবারের সদস্যদের। অনেকেই এখানে আসতেন ছুটি কাটানোর জন্য। শিল্পীর নিখুঁত কারুকার্যে তৈরি এখান এখানকার বহু বর্ণের মার্বেল মেঝে। মার্বেলের পাশাপাশি মাদার-অফ-পার্ল এবং গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এই মেঝে।

জানা যাচ্ছে তৃতীয় শতাব্দীতে অভিজাত ধনী পরিবারের মালিকানাধীন ভিলাগুলির অভ্যর্থনা ক্ষেত্রের মেঝে এভাবেই তৈরি করা হতো। এক সময় একসময় এটি একটি সমুদ্র তীরবর্তী অভিজাত  রিসর্ট ছিল। এখানে অতীতে জুলিয়াস সিজার, সিসেরো এবং হ্যাড্রিয়ান সহ রোমের বিখ্যাত ব্যক্তিদেরও পা পড়েছিল। এখানে এমন অনেক জিনিস পাওয়া গিয়েছে যা কেউ কখনও  কল্পনাও করতে পারেনি।

আরও পড়ুন: JCB মেশিনের রং গোটা বিশ্বে কেন হলুদ হয় জানেন? নামেও আছে বড় রহস্য! আজও অজানা বহু মানুষেরই

সমুদ্রের তলদেশ থেকে দু-হাজার বছরের পুরোনো এমন একটি শহর আবিষ্কৃত হয়েছে যার সৌন্দর্য দেখে অবাক হয়ে গিয়েছেন ডুবুরিরাও। সমুদ্রের নিচে থাকা এই পাতাললোকের সাথে মোড়া রয়েছে কোনও এক অজানা রহস্য। সমুদ্রের তলদেশে পাওয়া এই রহস্যময় দুনিয়ায় মোট ১৭৭ হেক্টর আয়তনের একটি জলমগ্ন শহর রয়েছে।  যা প্রায় ২০০০ বছরের পুরনো।

Patallok 1

এই দুনিয়ায় রয়েছে অনেক বড় বড় মূর্তি। সমুদ্রের নিচে ২০ ফুট গভীরে একটি সুন্দর মার্বেল মেঝে রয়েছে। যা প্রার্থনা ক্ষেত্রে হিসেবে বিবেচিত হয়। প্রসঙ্গত পুরনো হলেও এই শহরটি আদতে দেখতে বেশ আধুনিক  .তবে সময়ের সাথে সাথে এই বিলাসবহুল শহরটি হাইড্রোথার্মাল এবং সিসমিক কার্যকলাপের কারণে জলের তলায় ডুবে যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর