বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মোবাইল ফোন এবং ইন্টারনেট (Internet) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ক্রমশ বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। শুধু তাই নয়, বর্তমানে রীতিমতো ইন্টারনেটের (Internet) প্রতি আসক্ত হয় পড়ছে মানুষ। বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে এই বিষয়টি যথেষ্ট পরিলক্ষিত হয়েছে। একটি রিপোর্ট অনুসারে, ভারতীয়রা প্রতিদিন গড়ে ৬ ঘন্টা ৪৫ মিনিট অনলাইনে ব্যয় করে। যেখানে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা গড়ে ৬ ঘণ্টা ৪০ মিনিট অনলাইনে কাটান। তার মানে এই পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারতীয় ব্যবহারকারীরা।
ক্রমশ ইন্টারনেটের (Internet) নেশায় বুঁদ হচ্ছেন ভারতীয়রা:
শুধু তাই নয়, অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রেও ভারতীয়রা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশিত ২০২৩-২৪-এর জন্য জারি করা কারেন্সি এবং ফাইন্যান্স রিপোর্টে বলা হয়েছে যে গত বছর অর্থাৎ ২০২৩ সালে ভারতীয়রা ২,৬০০ কোটি বার অ্যাপ ডাউনলোড করেছে। উল্লেখ্য যে, টেলিকম এবং ইন্টারনেট (Internet) ব্যবহারকারীর ক্ষেত্রে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে।
৮২ গুণ বৃদ্ধি পেয়েছে মোবাইল ডাউনলোড স্পিড: গত বছরগুলিতে এভারেজ মোবাইল ডাউনলোডিং স্পিড ৮২ গুণ বেড়েছে। ২০১৪ সালে, মোবাইল ইন্টারনেটে (Internet) ডাউনলোডের গতি ছিল ১.৩ mbps। যেখানে এখন তা বেড়ে ১০৭ mbps হয়েছে। ইতিমধ্যে 5G পরিষেবাও এসেছে। যার ফলে এই স্পিড অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
এমতাবস্থায়, ভারতের নাম এখন সেই দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যাদের জনসংখ্যা ডিজিটালভাবে সংযুক্ত। আর এটি সম্ভব হয়েছে মোবাইল, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং ইন্টারনেট (Internet) কানেক্টেড ডিভাইসের সাহায্যে সারা দেশে কানেক্টিভিটির কারণে। এছাড়াও ভারতে সস্তা এবং সহজলভ্য ডেটা স্টোরেজ এবং কম্পিউটিংও এক্ষেত্রে বিশেষ কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: ঘটবে মহাবিপদ? পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের আকারের বিশাল গ্রহাণু! প্রবল চিন্তায় বিজ্ঞানীরা
UPI ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে: ইন্টারনেট (Internet) এবং স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির কারণে, ডিজিটাল পেমেন্টের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। সারা দেশে প্রায় ৪২.১ কোটি ইউনিক ইউজার্স রয়েছেন যাঁরা UPI পেমেন্ট ব্যবহার করেন। এদিকে, দেশের ১৩৮ কোটি মানুষের আধার কার্ড রয়েছে।
আরও পড়ুন: মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি! এবার অর্ধেক দামে মিলবে LPG সিলিন্ডার, বিরাট ঘোষণা রাজ্য সরকারের
জানিয়ে রাখি যে, ভারতে ১১৬.৫ কোটি মানুষের কাছে ফোন রয়েছে। ৭৫ কোটি ব্যবহারকারীর কাছে স্মার্টফোন এবং ৯৫.৪ কোটি ব্যবহারকারীর কাছে ইন্টারনেট (Internet) কানেকশন রয়েছে। এছাড়াও, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৪৬.৭ কোটি। এদিকে, অনেকেই আছেন যাঁরা একাধিক ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করেন।