বাংলা হান্ট ডেস্ক: এবারের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে (Pakistan) যাবে কিনা? ২০০৮ সালের ১৬ নভেম্বরে মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারতীয় ক্রিকেট দল (India National Cricket Team) পাকিস্তান সফর করেনি।
পাকিস্তানে (Pakistan) কি খেলতে যাবে ভারত?
এদিকে, তারপর থেকে পাকিস্তান (Pakistan) ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে মাত্র একবার। সেই সময়ে পাকিস্তান দল ভারত সফর করেছিল। এছাড়া ICC টুর্নামেন্ট বা এশিয়া কাপের সময় দুই দলের মধ্যে ম্যাচ হয়। এমতাবস্থায়, BCCI ইতিমধ্যেই বলেছে যে ভারতীয় দল পাকিস্তানে যাবে কি যাবে না সে বিষয়ে ভারত সরকার সিদ্ধান্ত নেবে। এই সবের মধ্যেই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের উচিত পাকিস্তানে আসা।
আফ্রিদি বলেন, “অনেক কঠিন পরিস্থিতিতে আমরাও ভারতে গিয়েছি। হুমকি পেয়েছি, তারপরও আমরা ভারত সফরে গিয়েছি। আমরা শীঘ্রই তাদের উদ্দেশ্য বুঝতে পারব। আমরা সবসময় ভারতকে সমর্থন করেছি। আমরা হুমকির সম্মুখীনও হয়েছি। তবে, পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ড এবং সরকার সবসময়ই এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে।”
আরও পড়ুন: ঘটবে মহাবিপদ? পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের আকারের বিশাল গ্রহাণু! প্রবল চিন্তায় বিজ্ঞানীরা
প্রসঙ্গত উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি এবং মার্চে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এশিয়া কাপ নিয়েও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেক্ষেত্রেও টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত ওই টুর্নামেন্ট হাইব্রিড মডেলের মাধ্যমে সম্পন্ন হয়। যেখানে ভারত তার সমস্ত ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায় এবং খুব কম ম্যাচই পাকিস্তানে (Pakistan) খেলা হয়েছিল।
আরও পড়ুন: মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি! এবার অর্ধেক দামে মিলবে LPG সিলিন্ডার, বিরাট ঘোষণা রাজ্য সরকারের
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না আসে, তাহলে তাদের ছাড়াই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। এর পাশাপাশি পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ড এটাও জানিয়েছে যে, ভারতে সম্পন্ন হওয়া অন্যান্য ICC টুর্নামেন্টেও পাকিস্তান অংশগ্রহণ করবে না।