গ্রাহকদের জন্য সুখবর! এবার নতুন মিউচুয়াল ফান্ড স্কিম শুরু করল SBI, মাত্র ১,০০০ টাকা দিয়েই করুন বিনিয়োগ

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) প্রবণতা দ্রুত বেড়েছে। এমতাবস্থায়, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের সংখ্যা। পাশাপাশি, একাধিক মিউচুয়াল ফান্ড (Mutual Fund) স্কিমও শুরু হয়েছে। চলতি সপ্তাহেই তিনটি নতুন মিউচুয়াল ফান্ড সাবস্ক্রিপশনের জন্য ওপেন হবে। SBI ইনোভেটিভ অপরচুনিটি ফান্ড এবং বাজাজ ফিনসার্ভ লার্জ ক্যাপ ফান্ড ইতিমধ্যেই ওপেন হয়েছে। এদিকে, ICICI প্রুডেনশিয়াল নিফটি মেটাল ইটিএফ এই সপ্তাহের শেষের দিকে সাবস্ক্রিপশনের জন্য খুলবে।

SBI শুরু করল নতুন মিউচুয়াল ফান্ড (Mutual Fund) স্কিম:

SBI নতুন মিউচুয়াল ফান্ড স্কিম চালু করেছে: জানিয়ে রাখি যে, SBI ইনোভেটিভ অপরচুনিটি ফান্ড একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। এই নতুন NFO ২৯ জুলাই সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছিল। যা আগামী ১২ অগাস্ট বন্ধ হবে। এই স্কিমটি (Mutual Fund) নিফটি ৫০০-র বিপরীতে বেঞ্চমার্ক করা হয়েছে। এই স্কিমটি পরিচালনা করবেন প্রসাদ পাদালা এবং প্রদীপ কেশবন। এই স্কিমে, আপনি ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। যেখানে ১ টাকার গুণিতকে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই।

SBI launched new mutual fund scheme.

এই মিউচুয়াল ফান্ড (Mutual Fund) স্কিমটি ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত ইকুইপমেন্টগুলিতে ৮০ থেকে ১০০ শতাংশ বরাদ্দ করা হবে। যেখানে ০-২০ শতাংশ অন্যান্য ইক্যুইটি এবং ইক্যুইটি-সম্পর্কিত ইকুইপমেন্টগুলিতে (ইক্যুইটি ডেরিভেটিভস সহ), o-২০ শতাংশ ঋণ সিকিউরিটিজে (সিকিউরিটিকৃত ঋণ এবং ঋণ ডেরাইভেটিভ সহ) এবং ট্রাই-পার্টি রেপো অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে রয়েছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। এছাড়াও, REITs এবং InvITs দ্বারা জারি করা ইউনিটগুলিতে ০-১০ শতাংশ বরাদ্দ থাকবে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! সন্ত্রাসবাদী সংগঠনের নজর এবার ভারতের দিকে, হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্র, সামনে এল রিপোর্ট

বাজাজ ফিনসার্ভ লার্জ ক্যাপ ফান্ডে ৫০০ টাকা দিয়ে শুরু করুন: এবারে আমরা যদি বাজাজ ফিনসার্ভ লার্জ ক্যাপ ফান্ডের কথা বলি, সেক্ষেত্রে এটি ২৯ জুলাই ২০২৪ থেকে সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছে। যেটি ১২ অগাস্ট বন্ধ হবে। এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড স্কিমটি মোট রিটার্ন সূচকে নিফটি ১০০-র বিপরীতে বেঞ্চমার্ক করা হয়েছে। এই স্কিমটি (Mutual Fund) পরিচালনা করবেন নিমেশ চন্দ্রন, সৌরভ গুপ্তা (ইক্যুইটি ইনভেস্টমেন্ট) সিদ্ধার্থ চৌধুরী (ডেবট ইনভেস্টমেন্ট)। এই স্কিমে আপনি ন্যূনতম ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। যেখানে ১ টাকার গুণিতকে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। এক্ষেত্রে SIP-র জন্য ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল ৫০০ টাকা এবং ন্যূনতম ৬ কিস্তিতে বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন: চিনকে ঝটকা দিলো TATA, আচমকাই করল বড় ধামাকা

এই স্কিমটি (Mutual Fund) ৮০-১০০ শতাংশ লার্জ ক্যাপ ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করবে। যেখানে ০-২০ শতাংশ নন-লার্জ ক্যাপ ইক্যুইটি এবং কোম্পানির ইকুইটি সম্পর্কিত সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করবে। এছাড়াও, REITs এবং InvITs দ্বারা জারি করা ইউনিটগুলিতে ০-১০ শতাংশ বিনিয়োগ করা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর