দলে থেকে রিঙ্কুকে করতে হয় এই কাজটিও! শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরেই মিলল চমকপ্রদ তথ্য

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের ম্যাচে একটি দলের জেতার জন্য যদি ১২ বলে ৯ রানের প্রয়োজন হয় এবং হাতে ৬ উইকেট বাকি থাকে, তাহলে এটা সহজেই অনুমান করা যায় যে ওই দলটি জিতবেই। কিন্তু, গত মঙ্গলবার পাল্লেকেলেতে যা দেখা গেল তা কার্যত সমস্ত অনুমান এবং জল্পনাকে দূরে সরিয়ে রেখে তৈরি করেছে নতুন নজির। কারণ, একটা সময়ে শ্রীলঙ্কার জেতার জন্য প্রয়োজন ছিল ১২ বলে ৯ রানের। এমতাবস্থায়, হাতে ৬ উইকেট থাকা সত্বেও শেষ পর্যন্ত খেলা সুপার ওভার পর্যন্ত গড়িয়ে জিতে যায় ভারত (India National Cricket Team)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে গিয়েছে ভারত (India National Cricket Team):

এদিকে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে ম্যাচ টাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং। ম্যাচের ১৯ তম ওভারে সবাইকে অবাক করে বল করতে আসেন রিঙ্কু। এদিকে, শেষ ওভারে বল হাতে তুলে নেন সূর্যকুমার যাদব। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই গুরুত্বপূর্ণ সময় বল করতে এসে রিঙ্কু ও সূর্য দু’জনেই পেয়ে যান ২ টি করে উইকেট। এমতাবস্থায়, এই দুর্দান্ত জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন ওই ম্যাচে তাঁদের ঠিক কি ভাবনা ছিল। পাশাপাশি, রিঙ্কু সিংয়ের প্রসঙ্গেও সামনে এল বড় তথ্য।

রিঙ্কু সিংয়ের প্রসঙ্গে বড় তথ্য: উল্লেখ্য যে, ওই ম্যাচে রিঙ্কু ১৯ তম ওভারে বল করতে এসে ৩ রান দিয়ে ২ উইকেট নেন। বড় কথা হল T20 ক্রিকেটে রিঙ্কু ওই ম্যাচেই প্রথমবার বোলিং করেছেন। এই প্রসঙ্গে রিঙ্কু বলেন, দলের (India National Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁকে বোলিং অনুশীলন করতে বলেছিলেন। কারণ শ্রীলঙ্কার পিচ স্পিনারদের সাহায্য করছে, তাই পার্ট টাইম বোলারদেরও প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন: প্রবল সঙ্কটে রাজ্যের আলু চাষীরা, চলছে বিক্ষোভ! ভিডিও সামনে এনে প্রতিবাদ শুভেন্দুর, জানালেন….

জানিয়ে রাখি যে, রিঙ্কু সিংয়ের বোলিংয়ের বিষয়ে বড়সড় তথ্য প্রকাশ করলেন দলের (India National Cricket Team) তারকা বোলার ওয়াশিংটন সুন্দর। তিনি জানিয়েছেন যে, রিঙ্কু সিংয়ের বোলিং আশ্চর্যজনক ছিল। পাশাপাশি, তিনি নেটে তাঁর বোলিংয়ের মাধ্যমে সবাইকে সমস্যায় ফেলেন। অর্থাৎ, সোজা কথায় রিঙ্কুর মধ্যে বোলিংয়ের প্রতিভা রয়েছে।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য সুখবর! এবার নতুন মিউচুয়াল ফান্ড স্কিম শুরু করল SBI, মাত্র ১,০০০ টাকা দিয়েই করুন বিনিয়োগ

সূর্যকুমার যাদবের চিন্তাভাবনা: এদিকে, দলের অধিনায়ক সূর্যকুমার যাদব BCCI-এর ভিডিওতে বলেছেন যে তিনি শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ে যেতে চাইছিলেন। ২০২৪ সালের T20 বিশ্বকাপের ফাইনাল থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন তিনি। সূর্য বলেছিলেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালেও টিম ইন্ডিয়া (India National Cricket Team) একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। কিন্তু, সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছিল দল। পাল্লেকেলেতে পিচে টার্ন ছিল এবং টিম ইন্ডিয়া এর সুযোগ নিয়েছে। সূর্যকুমার যাদব জানান যে তিনি সর্বাধিক ঝুঁকি নিতে বিশ্বাস করেন এবং এতে সফলতাও মেলে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর