পোষ্যকে নিয়ে ট্রেন ভ্রমন করতে চান? ভারতীয় রেলের এই নিয়ম সম্পর্কে জেনে নিন

বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেক বাড়িতেই রয়েছে পোষ্য (Pet)। এই পোষ্যরা শুধুমাত্র একটি প্রাণী নয়, অনেকের কাছে এরা সন্তানসম। তাই প্রিয় পোষ্যর সামান্য শরীর খারাপ হলেও মন খারাপ হয়ে যায় বাড়ির প্রত্যেকের। অত্যন্ত ভালোবাসার ও স্নেহের পোষ্যকে বাড়িতে একা রেখে দূরে গেলেই শুরু হয় চিন্তা। অনেকেই তাই চান নিজেদের সাথে করে পোষ্যকে নিয়ে যেতে।

পোষ্যকে নিয়ে ভারতীয় রেলে (Indian Railways) সফর

ভারতীয় রেলে (Indian Railways) সফর করলে আপনি কি নিয়ে যেতে পারবেন আপনার পোষ্যকে? ভারতীয় রেলের (Indian Railways) নিয়ম কী বলছে জেনে নেওয়া যাক। একজন যাত্রী তার পোষ্যকে নিয়ে ভ্রমণ করতে পারেন ট্রেনে। তবে তার জন্য যাত্রীকে বুক করতে হবে ট্রেনের এসি ফার্স্ট ক্লাস কেবিন বা কুপ।

আরোও পড়ুন : এবার মিড ডে মিলে মিলবে সুস্বাদু সব খাবার! প্রকাশ্যে এল নতুন নির্দেশিকা

অর্থাৎ চার-আসনের সম্পূর্ণ কেবিন বা দুই-আসনের কুপ বুক করলে বহন করা যাবে পোষ্যকে। যাত্রীকে তার পোষ্যসহ স্টেশনে এসে পৌঁছাতে হবে ট্রেন ছাড়ার ৩ ঘন্টা আগে। তারপর রেল (Indian Railways) কর্তৃপক্ষের কাছে ‘লাগেজ’ হিসাবে নথিভুক্ত করতে হবে পোষ্যকে। এছাড়া যাত্রী যদি চান তাহলে ট্রেনের গার্ড বক্সে কুকুরের বক্সে নিয়ে যেতে পারেন পোষ্যকে।

আরোও পড়ুন : রিচার্জের জন্য ফালতু খরচের দিন শেষ! প্রিপেইড প্ল্যানের দামে লাগাম টানতে আসরে নামল TRAI

সেক্ষেত্রে বুক করতে হবে গার্ড বক্স। ট্রেনে পোষ্যকে নিয়ে ভ্রমণ করতে চাইলে প্রয়োজন হবে পশু চিকিৎসকের শংসাপত্রের। সেই পোষ্যটিকে সব ধরনের টিকা দেওয়া হয়েছে কিনা তার উল্লেখ থাকতে হবে শংসাপত্রে। এছাড়াও শংসাপত্রে উল্লেখ করতে হবে প্রাণীটির জাতি ও তার খাওয়া-দাওয়া সম্পর্কে।

1608368338 5fddc0d2cb3bc pet

একটি পিএনআর নম্বরে বহন করা যাবে একটি মাত্র পোষ্যকে। পাশাপাশি রেল ৬০ কেজি সমতুল্য মাল বহন শুল্ক নিয়ে থাকে পোষ্য বহনের জন্য। এছাড়াও রেলের (Indian Railways) ওয়েবসাইটে জানানো রয়েছে, ছোট কুকুর ছানা সাথে নিয়ে ভ্রমন করতে চাইলে তাকে যেকোনো কামরায় মুখ বন্ধ ঝুড়িতে নিয়ে সফর করা যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর