চোখের পলকে বেড়াতে যাওয়ার আনন্দ উধাও! এক মুহুর্তে বাবা ছেলেকে পিষে দিল চলন্ত ট্রেন

বাংলা হান্ট ডেস্ক:দার্জিলিঙে ছুটি কাটাতে গিয়ে বাড়ি আর ফেরা হল না তাঁদের! বাবা ও ছেলের অকাল মৃত্যু ঘটলো ট্রেনের ধাক্কায়। আরও ১ জন আহত হয়েছেন এই ঘটনায়। শনিবার সকালে দার্জিলিঙের মংপং-এ ঘটেছে দুর্ঘটনাটি। মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায়।
98268 img 20190602 wa0003
জানা গিয়েছে, নেপালের বাসিন্দা ওই পরিবার কয়েক দিন আগেই বেড়াতে যান দার্জিলঙে। বিভিন্ন এলাকায় ঘোরার পর শনিবার ওই নেপালি দম্পতি দুই ছেলেকে নিয়ে যাচ্ছিলেন মংপং-এ এক আত্মীয়ের বাড়িতে। সেসময়ই এই দুর্ঘটনার সম্মুখীন হন তাঁরা।

রেললাইন পার হওয়ার সময় শিলিগুড়ির-বঙ্গাইগাও ডিএমইউ ট্রেন পিষে দিয়ে চলে যায় বাবা ছেলেকে। ওই নেপালি ব্যক্তি ও তাঁর এক সন্তানের মৃত্যু হয় ঘটনাস্থলেই। তাঁর স্ত্রীও আহত হন গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেহদু’টি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তত্‍পরতায় মৃতের স্ত্রীকে ভর্তি করা হয় মালবাজার হাসপাতালে।

সম্পর্কিত খবর