রামে বামে একাকার! শতাধিক বাম কর্মী যোগ দিলেন BJP তে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ২০১৯ লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পর, অনেকেই মনে করেছিলেন যে বামেদের অধিকাংশ ভোট রামে চলে এসেছে। এবার শুধু ভোট নয়, বরং বেশ কিছু বাম কর্মী সমর্থকও প্রত্যক্ষভাবে যোগ দিলেন বিজেপিতে। শোনা যাচ্ছে BJP-তে যোগ দিয়েছেন পুরুলিয়ার ঝালদা পৌরসভার দুই বাম কাউন্সিলরসহ শতাধিক বাম কর্মী-সমর্থক। পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী আজ পতাকা তুলে দেন নবাগতদের হাতে। একটি সংবর্ধনা অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয় তাঁদের জন্য।

জানা গেছে, নবনির্বাচিত সাংসদ জেলায় পা রাখতেই, শতাধিক বাম কর্মী-সমর্থক BJP-তে যোগ দেবেন বলে হাজির হন। উল্লেখ্য, BJP-তে যোগ দিয়েছেন ঝালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক কাউন্সিলার তপন কান্দু ও 11 নম্বর ওয়ার্ডের CPI(M) কাউন্সিলর মমতা কুইরিও।

এবিষয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী , ওঁরা BJP-তে যোগদান করেছেন BJPর শক্ত হাত ধরে জেলা উন্নয়নের শরিক হতে। অন্যদিকে, সদ্য BJP-তে যোগ দিয়ে, কাউন্সিলর তপন কান্দু বলেন, “এখন রাজ্যে কোনও বিকল্পই নেই BJP-র। নিজের জায়গা খুইয়েছে তৃণমূল। এখন জেলায় গেরুয়া ঝড় বইতে শুরু করেছে। আর সেই স্রোতেই গা ভাসালাম আমরা।”

X