বাংলা হান্ট ডেস্কঃ ইস্পাত কারখানার জন্য প্রয়াগ ফিল্ম সিটির ৩৫০ একর জমি এক টাকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এই নিয়েই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হয় জনস্বার্থ মামলা। অভিযোগ, প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না-জানিয়েই সৌরভকে দিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধীতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমানতকারীরা।
সৌরভের কারখানা নিয়ে মামলায় বড় নির্দেশ হাই কোর্টের (Calcutta High Court)
প্রয়াগ চিটফান্ডের আমানতকারীদের অভিযোগ, তাদের প্রাপ্য না মিটিয়ে কীভাবে ১ টাকায় ৩৫০ একর জমি দিল সরকার? এই নিয়ে জনস্বার্থ আবেদন হয় কলকাতা হাইকোর্টে। তবে এদিন সেই আবেদন গেল কলকাতা হাই কোর্টের চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে।
বর্তমানে চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানির বিশেষ বেঞ্চে বর্তমানে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্ত। তাদের বেঞ্চেই হবে এই মামলার শুনানি। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ।
প্রয়াগ চিটফাণ্ড সংস্থার অভিযোগ, তাদের লিজ রয়েছে ওই জমিতে। তারপরও রাজ্য সরকার তাদের কিছু না জানিয়ে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জমি হস্তান্তর করছে। যা ঠিক নয়। প্রয়াগ ফিল্মসিটির জন্য মোট ৭৫০ একর জমি নেওয়া হয়েছিল।আমানতকারীদের দাবি, তাদের ২৭০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি প্রকল্পে। প্রয়াগ চিটফান্ড থেকে টাকা ফেরত চেয়ে আমানতকারীদের মামলার এখনও নিষ্পত্তি হয়নি। বিচারাধীন অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: আকাশ অন্ধকার! কিছুক্ষণেই ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়: আবহাওয়ার খবর
আমানতকারীদের কথায়, যেখানে মামলা এখনও বিচারাধীন সেখানে রাজ্য কিভাবে ১ টাকার বিনিময়ে সৌরভ কে জমি দিল। রাজ্যের এই জমি প্রদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। এদিন এই জমি প্রদান নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ ডিভিশন বেঞ্চ।