সুখবর! এই পদের জন্য কর্মী নিয়োগ হচ্ছে BLRO অফিসে, আবেদন মিস করলেই বড় লস

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। যারা হন্যে হয়ে কাজের সন্ধান করছেন তাদের জন্য আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুর্শিদাবাদ বিএলআরও অফিস (Block Land Records Office)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে। এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী? বয়সের সময়সীমা কত? আবেদন পদ্ধতি কী? এসব কিছু জেনে নেব আজকের প্রতিবেদনে।

কর্মী নিয়োগ (Recruitment) বিএলআরও অফিসে (Block Land Records Office)

পদের নাম : ডেটা এন্ট্রি অপারেটর

নিয়োগকারী সংস্থা : মুর্শিদাবাদের (Murshidabad) বিএলআরও (Block Land Records Office) অফিসে এই নিয়োগ (Recruitment) হবে।

মোট শূন্য পদের সংখ্যা : মোট ৪০ জনকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ (Recruitment) করা হবে।

আরোও পড়ুন : টেকেনি জিতের সাথে সম্পর্ক, অবাক করবে কারণ! ৭ বছর প্রেম করে নিসপালকে বিয়ে করেন কোয়েল

মাসিক বেতন : এই পদে নিযুক্ত হলে প্রতি মাসে ১১০০০ টাকা বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : ডেটা এন্ট্রি পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন : দিনরাত চলছে টিভি! কখনও টেলিভিশন অফ করেন না এই এলাকার লোকেরা! কিন্তু কেন?

বয়সসীমা : এই পদে আবেদনের জন্য নূন্যতম বয়স হল ২১ বছর। সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।

আবেদন পদ্ধতি : প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে। নির্দিষ্ট লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র। তারপর সেই আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

data entry operator 1495901391

আবেদনের শেষ তারিখ : ১৩/০৮/২০২৪

আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Ground floor of the office of the District Magistrate & Collector, Murshidabad

নির্বাচন প্রক্রিয়া : প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে ইন্টারভিউ রাউন্ডে। তারপর ইন্টারভিউ রাউন্ডে ফলাফলের ওপর নির্ভর করে নিয়োগ (Recruitment) দেওয়া হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর