আবার শুরু লাইট-ক্যামেরা-অ্যাকশন! বুধবার কোথায় হল কোন সিরিয়ালের শুটিং?

বাংলা হান্ট ডেস্ক: ডিরেক্টর ফেডারেশন দ্বন্দ্বের জেরে সপ্তাহের একেবারে শুরুতেই অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলা সিনেমা (Bengali Cinema) এবং বাংলা সিরিয়ালের (Bengali Serial) শুটিং। এই অচল অবস্থার জেরে কার্যত চিন্তায় পড়ে গিয়েছিলেন সমস্ত কলাকুশলী, টেকনিশিয়ান, নির্মাতা থেকে শুরু করে দর্শক সকলেই। অবশেষে জট কাটতেই আবার চেনা ছন্দে ফিরলো স্টুডিও পাড়া।

শুরু হল বাংলা সিরিয়ালের (Bengali Serial) শুটিং

মঙ্গলবার রাতেই পরিচালকেরা কর্মবিরতি প্রত্যাহার করতেই কাজে ফেরার প্রস্তুতি শুরু করেন নির্মাতারা। রাতের মধ্যেই কলা-কুশলীদের কাছে চলে গিয়েছিল কল টাইম। তারপর বুধবার সকাল থেকেই চেনা ছন্দে ফিরতে শুরু করে স্টুডিওপাড়া। তবে দু’দিন বাংলা সিরিয়ালের (Bengali Serial) শুটিং বন্ধ থাকার পর আবার তা চালু হওয়ায় এক মুহূর্ত দম ফেলার সময় নেই কারও।

এদিন কোথায় কোথায় কী ভাবে শুটিং শুরু হল, বাংলা সিরিয়ালগুলির? সম্প্রতি তার খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।বুধবার থেকেই বিভিন্ন স্টুডিওতে কল টাইম অনুযায়ী উপস্থিত হতে শুরু করেন শিল্পী থেকে অন্যান্য সমস্ত কলাকুশলীরা। কারণ, দু’দিনের বিরতির পর এদিন শুটিং শুরু হয়েছে জ়ি বাংলার ‘নিম ফুলের মধু’, ‘ফুলকি’, ‘পুবের ময়না’, ‘জগদ্ধাত্রী’, ‘কোন গোপনে মন ভেসেছে’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের।

আরও পড়ুন: ‘অনেক বন্ধু দেখেছি যারা হঠাৎ বদলে গিয়েছে!’ চারপাশের দু’মুখ মানুষদের নিয়ে অকপট দ্যুতি অভিনেত্রী শ্রীমা

পাশাপাশি রাজারহাটের ডিআরআর স্টুডিয়োতে জোরকদমে শুটিং চলছে জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এরও হয়েছে। এছাড়া ভারতলক্ষ্মী স্টুডিয়োয় শুটিং চলছিল ‘পূবের ময়না’ ধারাবাহিকের। ব্যস্ততার ফাঁকেই এই ধারাবাহিকের অভিনেতা গৌরব রায়চৌধুরী বললেন, ‘দু’দিন পর আবার ফ্লোরে ফিরে ভাল লাগছে। কিন্তু আজ শুরু থেকেই খুব চাপের মধ্যে আমরা শুটিং করছি। চেষ্টা করছি যতটা সম্ভব কাজ এগিয়ে রাখতে।’

Serial

শুটিং হয়েছে স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিকের। এই ধারাবাহিকের শুটিং হয়েছে দাসানি১-স্টুডিওতে। এছাড়া পার্পল মুভি টাউনে সত্তিযং হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র । শুটিংয়ে ফিরে উচ্ছ্বসিত ‘শুভ বিবাহ’ ধারাবাহিকের নায়িকা সোনামণি সাহা। সেকথা জানিয়েই তারাতলা ভিলাইন স্টুডিয়ো থেকে অভিনেত্রী বলেছেন। ‘শুটিং বন্ধ থাকবে জেনে খুব টেনশন হচ্ছিল। এত দ্রুত সমস্যার সমাধান হয়েছে বলে এখন খুবই ভাল লাগছে। এখন আর কোনও কিছু না ভেবে কাজে মন দিতে চাই।’

এছাড়াও বুধবার কালার্স বাংলার দুই জনপ্রিয় মেগা ‘সোহাগ চাঁদ’ ও ‘ফেরারি মন’ ধারাবাহিকের শুটিং হয়েছে ইন্দ্রপুরী ও চিত্রায়ণ স্টুডিওতে। অন্য দিকে,শুটিং শুরু হয়েছে সান বাংলার ‘কনস্টেবল মঞ্জু’, ‘আকাশ কুসুম’, ‘দ্বিতীয় বসন্ত’-র মতো ধারাবহিকগুলিরও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর