Optical Illusion: এই ছবিতে অন্য ধরনের ইমোজিটি খুঁজে বের করাই চ্যালেঞ্জ! সময় মাত্র ৮ সেকেন্ড

বাংলাহান্ট ডেস্ক : ধাঁধা সমাধান করতে কার না ভালো লাগে। সোশ্যাল মিডিয়া বা যেকোনো অনলাইন সাইটে এই ধরনের বিভিন্ন অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ভিডিও বা ছবি দেখা যায়। এর মাধ্যমে চোখ এবং মস্তিষ্কের দক্ষতা পরীক্ষা করে নিতে আপনিও যদি চান, তাহলে আজকের এই অপটিক্যাল ইলিউশনের সমাধান করুন।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মজার ধাঁধা

ক্রমবর্ধমান প্রবণতা রয়েছে যা আমরা প্রায়শই ইন্টারনেটে দেখি। এগুলি এমন সব সমস্যা যা ছবির আকারে প্রদর্শিত হয়। এগুলি সমাধান করা বেশ মজাদার কাজ। তার সঙ্গে পরীক্ষা করে নেওয়া যায় বুদ্ধিমত্তার দৌড়। এমনই একটি ভাইরাল অপটিক্যাল ইলিউশন ছবি রইলো আজকের জন্য। ছবিতে দেখা যাচ্ছে, সানগ্লাস সহ অনেক হাসির ইমোজি রয়েছে।

আরোও পড়ুন : PNB-তে অ্যাকাউন্ট থাকলে হয়ে যান সাবধান! এই কারণে গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্ক

এই প্রত্যেকটি ইমোজির মধ্যে থেকে অন্য ধরনের ইমোজিকে খুঁজে বের করতে হবে আপনাকে। সমস্ত ইমোজি একে অপরের মতোই দেখতে। কিন্তু এরই মধ্যে একটি ইমোজি কিন্তু আলাদা। আজকের চ্যালেঞ্জ হল, ৮ সেকেন্ডের মধ্যে ভিন্ন ইমোজিটিকে খুঁজে বের করা। যে ব্যক্তি এই চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক, তাঁরা টাইমার সেট করে শুরু করে দিন।

আরোও পড়ুন : ইস্ কী নোংরা! এগুলিই ভারতীয় রেলের সবচেয়ে গা ঘিনঘিনে ট্রেন! আর চাপবেন নাকি কোনদিন?

 প্রদত্ত সময়ের মধ্যে সহজেই আলাদা ইমোজিটি সনাক্ত করতে পারবেন। কিন্তু এমন অনেকেই আছেন যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি থেকে আলাদা ইমোজিটি খুঁজেই পাচ্ছেন না। সুতরাং, যারা উত্তরটি সনাক্ত করতে পারলেন না, তাদের জন্য উত্তর বলে দেওয়া হবে। তার আগে একবার তো খুঁজে দেখুন। কাজে লাগান নিজের দৃষ্টি শক্তি এবং বুদ্ধিমত্তাকে।

untitled design 2024 06 06t112359.970 2024 06 8b5473dee214bd5a766e9b29ef8e3b00

একটা ছোট্ট ক্লু দিয়ে রাখি। ইমোজিটি দ্বিতীয় সারিতে রয়েছে। আপনি যদি এখনও ইমোজি সনাক্ত করতে না পারেন, তাহলে দ্বিতীয় সারিতে ডান দিক থেকে ইমোজিটি দেখুন। সঠিক উত্তরটি সহজেই খুঁজে পাবেন। এই অপটিক্যাল ইলিউশনটি (Optical Illusion) বেশ কঠিন ছিল। এবার বলুন সময়ের আগে কারা খুঁজে পেলেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর