একলাফে দাম কমল সোনার! গয়না বানাতে হুড়োহুড়ি সোনার দোকানে

বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। তাই এমন বৃষ্টির দিনে বাঙালি  আজ ঘরমুখী। তাছাড়া সপ্তাহের শেষে এমন বৃষ্টি ভেজা দিনে অফিস যেতে কারই বা মন চায়! তাই অনেকেই এই বৃষ্টির দিনে বাড়ি বসেই ‘রেনিডে’ পালন করছেন। কিন্তু ছুটি কাটানোর সময় পরেও পাবেন। আর দেরি না করে আজই চলে যান সোনার দোকানে।

কমল সোনার দাম (Gold Price)

কারণ জানা যাচ্ছে আগস্ট মাসের শুরুতেই এক ধাক্কায় সোনার দাম (Gold Price) কমেছে অনেকটা। সোনা প্রেমীদের স্বস্তি দিয়ে মাত্র একদিনে আরও কিছুটা কমলো সোনার দাম (Gold Price)।  তাই এই সুযোগ হাতছাড়া করলে পরে নিজেই নিজের হাত কামড়াবেন। জানা যাচ্ছে, মাত্র এক দিনেই সোনার দাম  Gold Price) কমেছে এক হাজার টাকা। তবে সোনার দোকানে যাওয়ার আগে সোনার কত দর রয়েছে তা জানা যাক প্রথমে।

২২ ক্য়ারেট সোনার দাম-

আজকের বাজার দর অনুযায়ী ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬৪৭০ টাকা। এরফলে ১০ গ্রাম সোনার দাম হচ্ছে ৬৪ হাজার ৭০০ টাকা। জানা যাচ্ছে, গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে সোনার। এরফলে মোট  ১০০ গ্রাম সোনার দাম হচ্ছে ৬ লক্ষ ৪৭ হাজার টাকা। দেখা যাচ্ছে একদিনেই ১০০০ টাকা দাম কমল সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

একইভাবে আজকের দিনে ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৫৮ টাকা। আর ১০ গ্রাম সোনার দাম হয়েছে মোট  ৭০ হাজার ৫৮০ টাকা। এক্ষেত্রেও গতকালের তুলনায় সোনার দাম কমেছে ১১০ টাকা। জানা যাচ্ছে, ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা। এরফলে একদিনে সোনার দাম কমেছে ১১০০ টাকা।

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর আসছে মেট্রো! বাংলায় চলবে কবে?

১৮ ক্যারেট সোনার দাম-

একইভাবে এদিন ১৮ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৫২৯৪ টাকা। এরফলে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫২ হাজার ৯৪০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম হচ্ছে ৫ লক্ষ ২৯ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় আজ মোট ৮০০ টাকা দাম কমেছে।

Gold 2

রুপোর দাম-

একইসাথে দাম কমেছে রুপোরও। জানা যাচ্ছে, আজ বাজারে ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৫৫০ টাকা। যা গতকালের তুলনায় ১০০ টাকা কম। আর মোট ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ৮৫ হাজার ৫০০ টাকা। জানা যাচ্ছে রুপোর দাম-ও একদিনেই ১০০০ টাকা কমেছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর