বাংলা হান্ট ডেস্ক : শরৎচন্দ্রের উপন্যাস ‘চরিত্রহীন’ এর অবলম্বনেই নাকি তৈরী করা হয়েছে এই ওয়েব সিরিজ। ২০১৮ তে ওয়েবসিরিজ ‘চরিত্রহীন’-এর সাফল্যের পর এবার SVF-এর ডিজিট্যাল মাধ্যম ‘হইচই’-এ আসতে চলেছে চরিত্রহীন-২।
৩০ মে প্রকাশ্যে আনা হয়েছে ওয়েবসিরিজটির টিজার কলাকুশলীদের উপস্থিতিতে।জানা যাচ্ছে দেবালয় চক্রবর্তীর পরিচালনায় তৈরি ‘চরিত্রহীন’-এর প্রথমভাগ ইতিমধ্যেই ডিজিটাল মাধ্যমে সাড়া ফেলেছে।
‘চরিত্রহীন’-এর প্রথম দিকে সম্পর্কের বিভিন্ন নাটকীয় পরিণতি অর্থাৎ বিচ্ছেদ, টানাপোড়েন,বিয়ে, উদ্দাম যৌনতা নিয়ে এক অন্য মোড়কে বেঁধেছিলেন পরিচালক দেবালয়। পাশাপাশি তাঁর এই ওয়েব সিরিজ গতানুগতিক কিছু ধারণা ভেঙে বাংলা সিনেমাপ্রেমীদের এক অন্য ঝলক দেখিয়েছিলেন।তবে চরিত্রহীন ২- ডিজিটাল দুনিয়ার দর্শকদের মনে কতটা সাড়া ফেলতে পারে এখন সেটাই দেখার।
২১ জুন দেখে হইচই দেখা যাবে চরিত্রহীন-২।এই সিরিজে গান গেয়েছে লগ্নজিতা চক্রবর্তী এবং অভিনয়ে নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ, সৌরভ চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্যদের দেখতে পাবে দর্শক।