করে নিন দৃষ্টিশক্তির পরীক্ষা! ৭ সেকেন্ডের মধ্যে এই ছবিতে থাকা পাখিটি খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন অনেকেই থাকেন যাঁরা নিয়মিতভাবে বিভিন্ন কঠিন কঠিন ধাঁধার সমাধান করতে অত্যন্ত পছন্দ করেন। পাশাপাশি, এই অভ্যাস বাড়িয়ে দেয় মস্তিষ্কের কর্মক্ষমতাও। এমতাবস্থায়, বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এমন কিছু ছবি দেখতে পাই যেগুলি ধাঁধার চেয়ে কোনো অংশেই কম নয়। মূলত, ওই ছবিগুলি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) অর্থাৎ “চোখে ধোঁকা” দেওয়ার মাধ্যমে অবাক করে দেয় সবাইকেই।

চোখে ধোঁকা দেয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion):

শুধু তাই নয়, সংশ্লিষ্ট ছবিগুলিতে (Optical Illusion) একটি নির্দিষ্ট ধরণের প্রতীক বা কোনো বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের। আর সেগুলির সমাধানেই ঝাঁপিয়ে পড়েন হাজার হাজার নেটাগরিক। তবে, যাঁরা নিয়মিত ধাঁধা সমাধান করেন তাঁরাও এগুলির সমাধানের জন্য রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন। সর্বোপরি, এই ছবিগুলিকে নির্ভুলভাবে সমাধান করার ক্ষেত্রে মেলে মানসিক প্রশান্তি।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

এদিকে, কিছু কিছু ক্ষেত্রে এই ছবিগুলির (Optical Illusion) সঠিক সমাধান করা এতটাই কঠিন হয়ে পড়ে যে অধিকাংশ মানুষই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে ছবির মধ্যে লুকিয়ে থাকা একটি পাখিকে খুঁজে পেতেই ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। বর্তমান প্রতিবেদনে সেই ছবিটি সমাধান করার জন্য আমরা সেটি উপস্থাপিত করছি পাঠকদের সামনে।

আরও পড়ুন: গোলা-বারুদ নিয়ে নয়, এবার “ডিজিটাল যুদ্ধে” নামতে চলেছে রাশিয়া, কি প্ল্যান পুতিনের?

খুঁজতে হবে ছবিতে লুকিয়ে থাকা পাখিটিকে: মূলত, সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিটিতে (Optical Illusion/ একটি বড় ফলের গাছকে দেখা গিয়েছে। সমগ্র ছবিটি জুড়েই বিস্তৃত রয়েছে গাছ এবং গাছের পাতা। পাশাপাশি, সেখানে দেখা যাচ্ছে ফলও । আর ওই ছবিটির মধ্যেই অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রয়েছে একটি পাখি। সেটিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে এই ছবিটির। এমতাবস্থায়, আপনিও একবার পাখিটিকে খুঁজে দেখার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ৭ সেকেন্ডের মধ্যে সেটিকে খুঁজে পেতে হবে। তবে, বারংবার চেষ্টা করেও যদি আপনি শেষপর্যন্ত পাখিটি খুঁজে পেতে সচেষ্ট না হন সেক্ষেত্রে চিন্তা নেই। আমরা সেটির সঠিক অবস্থানটি জানিয়ে দিচ্ছি।

Optical Illusion Find the hidden bird in the picture within 7 seconds.

এইখানে রয়েছে পাখিটি: ছবিটি ভালোভাবে লক্ষ্য করলেই ওই লুকিয়ে থাকা পাখিটি খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বেশ কয়েকবার খুঁটিয়ে দেখতে হবে ছবিটিকে। তাহলেই দেখা যাবে যে, ছবিটির একদম ডানদিকে একটু নিচের দিকে বসে রয়েছে ওই পাখিটি। সেটির অবস্থানটি ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটি লালবৃত্তের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে পাখিটিকে খুঁজে পেতে সচেষ্ট হন, সেক্ষেত্রে আপনি সত্যিই একজন জিনিয়াস। এই বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর