১২-১৪ ঘন্টার শুটিং সামলে পড়াশোনা! রবীন্দ্রভারতীতে কোন কোর্স ভর্তি হবেন আরাত্রিকা?

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। যদিও এই মুহূর্তে দর্শকদের কাছে তিনি জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোড়া’ (Mithijhora) সিরিয়ালে রাই (Rai) ওরফে রাইপূর্ণা নামেই বেশি জনপ্রিয়। আরাত্রিকার অভিনয় জীবনের বয়স বেশিদিন না হলেও, এই অল্প দিনেই তিনি কিন্তু তিন-তিনটি হিট মেগার নায়িকা।

রবীন্দ্রভারতীতে কোন কোর্স ভর্তি হবেন ‘মিঠিঝোড়া’র আরাত্রিকা মাইতি (Aratrika Maity)?

এইমুহূর্তে আরাত্রিকাকে (Aratrika Maity) জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকে বাড়ির বড় মেয়ে হিসাবে  অত্যন্ত দায়িত্ববান একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। যদিও বাস্তবে আরাত্রিকা কিন্তু বয়সে অনেকটাই ছোট। সদ্য ১৯ বছর বয়সে পা রেখেছেন তিনি। দিনে ১২-১৪ ঘণ্টা শুটিং সামলে জোর কদমে, পড়াশোনাও করছেন নায়িকা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা নিয়েও দারুন সিরিয়াস তিনি।

সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন ছোটপর্দার এই রাই। কিন্তু শুটিংয়ের ব্যস্ত শিডিউলের মধ্যেই কীভাবে পড়াশোনা সামলাচ্ছেন অভিনেত্রী? কিংবা কোন বিষয় নিয়ে স্নাতক পড়বেন রাই? তা জানতেই সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল আরাত্রিকার সঙ্গে। সেখানেই অভিনেত্রী জানিয়েছেন রবীন্দ্রভারতীতে ড্রামা কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন তিনি।

আরও পড়ুন: রণজয়ের সঙ্গে প্রেমে সিলমোহর! Didi No 1-র মঞ্চে সিক্রেট ফাঁস ‘গুড্ডি’ শ্যামোপ্তির

এই বয়সেই শ্যুটিং সামলে পড়াশোনা, সবটা ম্যানেজ হয় কিভাবে? জবাবে হাসিমুখেই আরাত্রিকা জানিয়েছেন, ‘সব ম্যানেজ হয়ে যাবে। উচ্চমাধ্যমিকটাও শ্যুটিং সামলেই দিয়েছিলাম। আমি কনফিডেন্ট। এন্ট্রান্স এক্সাম খুব ভালো হয়েছে, আমি আশাবাদী আমি আরবিইউ-তে পড়বার সুযোগ পাব। আমি রীতিমতো প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষায় বসেছিলাম। সেটাও শ্যুটিং সামলেই। সময় পেলেই পড়ে নিয়েছি, আর শ্যুটিংও করেছি।’

Aratrika

তবে শ্যুটিং-র জন্য রেগুলার ক্লাস কলেজ করতে না পারবার আফসোস নেই অভিনেত্রীর। কারণ অভিনয়রই এখন আরাত্রিকার মূধ্যান-জ্ঞান। এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘ক্লাস করতে পারব না নিয়মিত, তবে ছুটি পেলে নিশ্চয় যাব। মিঠিঝোরা টিম আমাকে যথেষ্ট ছুটি দেয়। তাই শ্যুটিং সামলে ক্লাস নিশ্চয় করব। ছুটি পেলেই এখন প্রথম প্রায়োরিটি হচ্ছে কলেজ’।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর