বড়পর্দার স্পাই জাহ্নবী, প্রথমদিন কত টাকা আয় করল উলঝ?

সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) অভিনীত স্পাই থ্রিলার উলঝ। অভিনেতা রোশন ম্যাথিউ এবং গুলশান দেবিয়াহের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন জাহ্নবী (Janhvi Kapoor)। শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবিটি। এবার প্রথম দিনের কালেশকশন গণনার পলা। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ছবিটি প্রথম দিনে মাত্র ১.১ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে। ২০১৮ সালে ধরক সিনেমার হাত ধরে ক্যারিয়ার শুরু করেন শ্রীদেবীকন্যা।

উলঝ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে এটি প্রেক্ষাগৃহে জাহ্নবীর পঞ্চম ছবি হিসেবে পরিচিত হয়েছে। এবং মিস্টার অ্যান্ড মিসেস মাহির পর এই বছর এটি তাঁর দ্বিতীয় প্রেক্ষাগৃহে মুক্তি ছবি। থিয়েটারে তাঁর সবচেয়ে খারাপ ওপেনিং ছিল মিলি। এই ছবিটি প্রথম দিনে মাত্র ৫০ লাখ রুপি আয় করেছিল। মিস্টার অ্যান্ড মিসেস মাহি করণ জোহরের অর্থাৎ ধর্মা প্রোডাকশন দ্বারা প্রযোজিত হয়েছিল। রাজকুমার রাও অভিনীত এই ছবিটি উদ্বোধনী দিনে সাত কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।

Janhvi Kapoor

সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) অভিনীত স্পাই থ্রিলার উলঝ

শুক্রবার, উলঝের সামগ্রিক দখল ছিল ১৮ শতাংশ যেখানে প্রায় ২০.৭৮ শতাংশ লোক এর রাতের শোটি দেখেছিল। মুম্বাইতে , যেখানে ২৯৩টি শো ছিল, সেখানে অকুপেন্সি দেখা গেছে ১৩.৭৫ শতাংশ। দিল্লি এবং এনসিআরে, ৩৪৩টি শো সহ ১১.৭৫ শতাংশ দখল ছিল। উলঝ খুবই কম সংখ্যক শো পেয়েছে। কারণ এটি অজয় দেবগন এবং টাবুর অরো মে কাহা দম থার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই ছবিটি ২ কোটি টাকা আয় করেছে।

আবার এই দুই সিনেমা ডেডপুল এবং উলভারিনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে। এই দুই হলি সিনেমাগুলো গত সপ্তাহে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এবং এটি দ্বিতীয় সপ্তাহান্তেও বেশ সফলভাবে চলছে। এর দ্বিতীয় শুক্রবার, ডেডপুল এবং উলভারিন ৪.২৫ কোটি রুপি করেছে, যা উলঝ এবং অরো মে কাহা দম থার চেয়ে অনেক বেশি।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর