হঠাৎ করে জল ছাড়ছে DVC! ‘৫-৬ তারিখ সতর্ক থাকুন’, হুগলি সহ ভেসে যেতে পারে এই ৫ জেলা!

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন থেকে একটানা ভারী বৃষ্টি (Rainfall) চলছে রাজ্যের একাধিক জেলায়। রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনও বিপর্যস্ত বহু এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু অংশ। এরই মাঝে রাজ্যকে (West Bengal Government) কিছু না জানিয়েই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি (DVC)। ফলত একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করছে নবান্ন (Nabanna)।

হঠাৎ করে জল ছাড়ছে DVC! এই ৫ জেলায় প্লাবনের আশঙ্কা (Nabanna)

ইতিমধ্যেই গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে একদিকে যখন টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে ভয়ঙ্কর চিত্র উঠে আসছে সেই সময় DVC-র জল ছাড়ার ফলে দুর্যোগ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। গতকাল থেকেই জল ছাড়তে শুরু করে দিয়েছে ডিভিসি। জানা গিয়েছে আরও ১ লক্ষ কিউসেক জল ছাড়া হবে। ফলত বাড়ছে বন্যার আশঙ্কা। গতকালই নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। কিছুটা উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে রাজ্যবাসীর উদ্দেশে তার বার্তা, “আতঙ্কিত হবেন না। সকলে সতর্ক থাকুন। বিশেষ করে ৫-৬ তারিখ।”

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা জানিয়েছেন, “কিছুদিন থেকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে তুমুল বৃষ্টি হচ্ছে। এদিকে ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে গত ৪৮ ঘণ্টা ধরে প্রচুর জল ছাড়ছে। আগামী ৫-৬ তারিখ অর্থাৎ সোম ও মঙ্গলবার ভরা কোটাল রয়েছে। এই দুইয়ের মিলিত প্রভাবে হাওড়া, হুগলি, উদয়নারায়ণপুর, গোঘাট, আমতা প্রভৃতি অঞ্চল প্লাবিত হতে পারে।’ ইতিমধ্যেই এই নিয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছে রাজ্য।

Mamata Banerjee

আরও পড়ুন: শীঘ্রই বাড়বে মাইনে! সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, বড় ঘোষণার পথে কেন্দ্র

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার নিয়েও বাড়ছে চিন্তা। ইতিমধ্যেই জারি হয়েছে রেড অ্যালার্ট। আগামী চার-পাঁচদিন উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার সহ একাধিক এলাকায় হড়পা বান, জলস্ফিতীর আশঙ্কা রয়েছে। যা নিয়ে সর্বস্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডিভিসিকে অনুরোধ করা হয়েছে যাতে একসঙ্গে সব জল না ছেড়ে তার বদলে অল্প অল্প করে জল ছাড়া হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর