বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশ তথা সমগ্র এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এমতাবস্থায়, তাঁর জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তিনি তাঁর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির (Anant Ambani) রাজকীয় বৈবাহিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সমগ্র বিশ্বকে চমকে দিয়েছেন। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপিত করব যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
কোন ফোন ব্যবহার করেন মুকেশ আম্বানি (Mukesh Ambani):
এমনিতেই আমরা জানি যে মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি-গাড়ি সবকিছুর মূল্যই কোটি কোটি টাকা। কিন্তু আপনি কি জানেন, মুকেশ এবং নীতা আম্বানি কোন ফোন ব্যবহার করেন? পাশাপাশি, ওই ফোনের দামই বা কত? অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। এমতাবস্থায়. বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
আরও পড়ুন: এই কারণে আজকেই উদযাপন করা হয় “ফ্রেন্ডশিপ ডে”! এর ইতিহাস জানলে হয়ে যাবেন অবাক
প্রথমেই জানিয়ে রাখি যে, চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যা মন্দিরে সম্পন্ন হয় রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসব। যেখানে উপস্থিত ছিলেন আম্বানি দম্পতি। আর সেখানেই তাঁরা কোন ফোন ব্যবহার করেন সেই বিষয়টি প্রকাশ্যে আসে। পাশাপাশি, এই সংক্রান্ত ছবিও এসেছিল সামনে। আর তারপরেই জানা যায় যে মুকেশ (Mukesh Ambani) এবং নীতার ব্যবহার করা ফোনের দাম কয়েক লক্ষ টাকা।
আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! ২৭ হাজার কোটি খরচ করে ২৭ হাজার জনকে চাকরি দেবেন রতন টাটা, সামনে এল প্ল্যান
মূলত, প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছিল, মুকেশ আম্বানির (Mukesh Ambani) হাতে রয়েছে Apple-এর লেটেস্ট iPhone। যার মডেল হল iPhone 15 Pro Max। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এটি কোনও সাধারণ ফোন নয়। বরং, এটি iPhone 15 সিরিজের সবচেয়ে দামি মডেল। এই ফোনের দাম অনেকটাই বেশি। iPhone 15 Pro Max-এর 256GB মডেলের দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং 1TB স্টোরেজের ভেরিয়েন্টের দাম প্রায় ২ লক্ষ টাকা।
নীতা আম্বানির কোন ফোন রয়েছে: এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, নীতা আম্বানি কোন ফোন ব্যবহার করেন? জানিয়ে রাখি যে, তিনিও মুকেশের (Mukesh Ambani) মতো iPhone 15 Pro Max ফোনটি ব্যবহার করে থাকেন। দেশের আরও একাধিক নামী ব্যক্তি এবং তারকারা iPhone 15 Pro Max ব্যবহার করেন। এই ফোনে দুর্দান্ত ক্যামেরা রয়েছে। ডিজাইন থেকে শুরু করে ফিচার্স প্রতিটি ক্ষেত্রে এই ফোনের জুড়ি মেলা ভার। জলেও কাজ করতে পারে Apple-এর এই ফোন। আর সেই কারণেই এই প্রিমিয়াম ফোনের দামও অত্যন্ত বেশি।