‘৭ দিনের মধ্যে..,’ মিলল না স্থগিতাদেশ, OBC সার্টিফিকেট মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ গত মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (OBC Certificate) ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অর্থাৎ ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। যার জেরে এক ধাক্কায় প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। হাইকোর্টের এই রায়ের পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিন সেই মামলার শুনানিতেই নোটিস জারি করল শীর্ষ আদালত।

OBC সার্টিফিকেট মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মামলা উঠলে ওবিসি তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। বিচারপতির নির্দেশ, সমস্ত ব্যাখ্যা-সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালত। এক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে।

রাজ্য তরফে এদিন হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতদেশ চাওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট (Supreme Court) মামলার প্রথম শুনানিতে হাই কোর্টের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই সময় স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের নির্দেশ, ওবিসি তালিকাভুক্ত ওই ৭৭টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল? সেই বিষয়ে বিস্তারে জানাতে হবে। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণিভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোনও আলোচনা হয়েছিল কি না, তাও লিখিত আকারে হলফনামায় জানাতে হবে।

Supreme Court

আরও পড়ুন: বালুকে ‘উপহার’ লক্ষ লক্ষ টাকা! রেশন দুর্নীতিতে ED-র স্ক্যানারে এবার ‘মনাদা’, কে এই ব্যক্তি?

প্রসঙ্গত, মে মাসে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন এই রায় তিনি মানছেন না। এরপরই উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। এছাড়াও এই রায়ের জেরে WBCS সহ একাধিক নিয়োগ রাজ্যে বন্ধ রেখেছে রাজ্য সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর