TRAI-এর ধমকেই দিল কাজ! ১ মাসের সস্তার এই রিচার্জ প্ল্যান চমক দিল Jio

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাসের শুরুতেই এক লাফে দাম বাড়িয়েছে সমস্ত টেলিকম সংস্থাগুলি। যার ফলে এক ধাক্কায়  অনেকটাই খরচ বেড়েছে মোবাইল রিচার্জের (Mobile Recharhge)। এরই মধ্যে দেশের সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নিয়ম মেনে ৩০ দিনের ভ্যালিডিটি সম্পন্ন প্ল্যান অফার করতে বাধ্য করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)।

রিলায়েন্স জিও (Jio) ৩০ দিনের রিচার্জ প্ল্যান

তারপরেই ২৯৬ এবং ২৫৯ টাকার প্ল্যান লঞ্চ করে গোটা দেশে কার্যত সাড়া ফেলে দিয়েছে রিলায়েন্স জিও (Jio)। ৩০ দিনের ভ্যালিডিটির এই সস্তার প্ল্যানে গ্রাহকদের জন্য রয়েছে আনলিমিটেড ভয়েস কল সহ দৈনিক দেড়  জিবি ডেটা পরিষেবা সহ দৈনিক ১০০-টি এসএমএস করার সুবিধা। এই ক্যালেন্ডার প্লানের বৈশিষ্ট্য হলো মাসের যে তারিখে এই প্ল্যানটি রিচার্জ করা হবে সেই তারিখের পর থেকে পরবর্তী মাসের একই তারিখের আগের দিন পর্যন্ত এই প্ল্যানটি সক্রিয় থাকবে।

উদাহরণ হিসাবে বলা যায়, কেউ যদি আগস্ট মাসের ৪ তারিখে কোন প্ল্যান রিচার্জ করে থাকেন তাহলে এই প্ল্যানটি পরের মাসের ৩ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অর্থাৎ সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আবার  নতুন প্ল্যান রিচার্জ করতে হবে। এরফলে রিচার্জ প্ল্যান ফুরিয়ে যাওয়ার তারিখ মনে রাখতে কোন অসুবিধাও হয় না।

আরও পড়ুন: খরচ বাড়ল দার্জিলিং ঘোরার! অতিরিক্ত কত টাকা দিতে হবে পর্যটকদের?

জিও’র (Jio) ২৯৬ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন ১০০-টি এসএমএস এবং ৩০ দিনের জন্য ২৫ জিবি ডেটা পাওয়া যাবে। অন্যদিকে ২৬৯ টাকার প্ল্যানটিতে জিও ৩১৯ টাকার মান্থলি ক্যালেন্ডার প্ল্যানের মতোই সমস্ত পরিষেবা দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে গ্রাহকরা দৈনিক দেড় জিবি হাই স্পিড ডেটা পেয়ে থাকেন।

আর এই ডেটা কোটা শেষ হওয়ার পরেও ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন তবে স্পিড কমে যায়। এছাড়াও থাকে দেশের যে কোন প্রান্তে যে কোন নেটওয়ার্ক সীমাহীন ভয়েস কল করার সুবিধা। সেই সাথে থাকে প্রত্যেক দিন ১০০-টি ফ্রি এসএমএস করার  সুবিধা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X