বাংলা হান্ট ডেস্ক: অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। আজ ভোরে নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। তিনি একদিকে ছিলেন অভিনেত্রী আরেকদিকে ছিলেন গায়িকা, তিনি প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা ইয়ুথ কয়্যার।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তিনি ছিলেন দেশের প্রথম মহিলা সংগীত পরিচালক।তিন কন্যার-মণিহারায় ‘বাজে করুন সুরে’ গানটি তিনিই গেয়েছিলেন।
১৯৫২ সালে বিয়ে করেছিলেন কিশোর কুমার কে। ৬ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।তাদের একমাত্র সন্তান গায়ক অমিত কুমার।
১৯৬০ এ রুমা বিয়ে করেন অরূপ গুহ ঠাকুরতা তাদের সন্তান অন গুহঠাকুরতা ও গায়িকা রুমা গুহ ঠাকুরতা।মায়ের মৃত্যুর খবর পেয়ে আজ শহরে ফিরছেন অমিত কুমার। সন্ধ্যায় সম্পন্ন হবে তার অন্তোষ্টিক্রিয়া।