বাংলা হান্ট ডেস্ক: গতকাল অর্থাৎ ৫’ই আগস্ট থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশে (Bangladesh)। চাপে পড়ে শেখ হাসিনা (Seikh Hasina) প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে গতকাল বাংলাদেশ ছেড়ে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলেন ভারতে (India)। তারপর থেকে বাংলাদেশ চলে গিয়েছে সেখানকার সেনাদের দখলে। যদিও বেলা গড়িয়ে সন্ধ্যে নামার পর থেকে আরও ভয়ংকর হয়ে ওঠে ওপার বাংলার পরিস্থিতি।
বাংলাদেশের হিংসায় (Bangladesh Violence) মৃত্যু শ্রাবন্তী-কৌশানির নায়ক শান্ত খানের
কোটা বিরোধী আন্দোলনের জেরে বিগত বেশ কিছুদিন ধরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে। ছাত্রদের মিলিত আন্দোলনের জেরে শেষ পর্যন্ত সিংহাসন, ক্ষমতা রাজ পাট সব ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেও ৬ মাসও সেই আসন ধরে রাখতে পারেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে।
গতকাল থেকেই বাংলাদেশের যেখানে সেখানে চলছে ভাঙচুর-লুটপাট-খুনোখুনি। ক্রমাগত পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে আরো বেশি হিংসাত্মক হয়ে উঠছে। এরই মাঝে চাঁদপুরে গণপিটুনিতে মৃত্যু হল টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কৌশানির মুখার্জী (Kaushani Mukherjee) বাংলাদেশী নায়ক শান্ত খান (Shanto Khan) এবং তার বাবা সেলিম খানের (Selim Khan)। বাংলাদেশের নামী প্রযোজক তিনি। সে দেশের সুপারস্টার শাকিব খানের একাধিক সিনেমার প্রযোজনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার এই সেলিম খান।
আরও পড়ুন: হাসিনা দেশ ছাড়তেই আরও অগ্নিগর্ভ বাংলাদেশ! ভারত থেকে আর যাবে না কোনও ট্রেন
বছর দুয়েক আগে শেখ হাসিনার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন হাসিনা। অভিযোগ ছিল আওয়ামী লিগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিলেন। এই মামলায় জেলও খেটেছেন সেলিম। তবে সোমবার চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফারাক্কা বাঁধ বাজার এলাকায় জনরোষের রসের মুখে পড়েন সেলিম এবং তার ছেলে শান্ত।
সেখানে সাময়িকভাবে প্রাণে বাঁচার জন্য তারা পিস্তল থেকে গুলিও চালিয়েছিলেন। কিন্তু কিছুদূর যেতেই আরো একদল উত্তপ্ত জনতার গণপিটুনিতে মৃত্যু হয় সেলিম খান এবং তার ছেলে শান্ত খানের। পুলিশ এই খবর নিশ্চিত করলেও কে বা কারা এই বাবা ছেলেকে মেরে রাস্তায় লাশ ফেলে গিয়েছে তা জানা যায়নি। পুলিশ এই ব্যাপারে খবর পেলেও জানমালের ভয়ে চাঁদপুর এলাকায় প্রবেশ করতে পারিনি বলে যাচ্ছে।