খুনের হুমকি দেওয়া হল নরেন্দ্র মোদীকে

বাংলা হান্ট ডেস্ক: নরেন্দ্র মোদিকে দেওয়া হলো খুনের হুমকি। দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক আগেরদিনই তাঁকে খুনের হুমকি আসে এক চিঠির মাধ্যমে।
42367 img 20190529 201015
সেই চিঠি প্রথম পৌঁছেছিল জয়পুরের বিজেপি পার্টি অফিসে। চিঠিটি প্রথম খুলে দেখেছিলেন রাজস্থানের বিজেপি প্রধান মদনলাল সাইনির হাতে। ঘটনাটি প্রকাশ্যে আসে রবিবার রাতে।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সম্পর্কিত খবর