চাপের মুখে পড়ে হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে পিছু হটলো কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্র সরকারের একটি খসরায় পরবর্তী শিক্ষা পরিকল্পনায় হিন্দি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল।সেই খসড়া প্রকাশ হতেই নিন্দার ঝড় ওঠে তামিলনাড়ু সহ বিভিন্ন মহলে।
ec618 img 20190601 wa0029
পশ্চিমবঙ্গে ও এই নীতি নিয়ে সমালোচনা করেন বিভিন্ন লোকজন। তুই চাপের মুখে পড়ে এই শিক্ষানীতি খসড়া পরিবর্তন করল কেন্দ্র। নতুন খোসায় বাধ্যতামূলক করা হচ্ছে না হিন্দিকে। হিন্দি ভাষাকে রাখা হচ্ছে ঐচ্ছিক হিসেবে।

সম্পর্কিত খবর