SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট! সুপ্রিম কোর্টের নির্দেশে কাদের পুড়লো কপাল?

বাংলা হান্ট ডেস্কঃ এবারেও হল না। ফের পিছিয়ে গেল SSC ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি। গত ১৬ জুলাই সুপ্রিম কোর্টে মামলা উঠলে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল ২১ দিনের জন্য। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। ৩ সপ্তাহ পর গতকাল মঙ্গলবার ৬ অগস্ট ফের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে তা হল না। ফের একবার পিছোলো ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। সময়ের অভাবে এদিন শুনাই পিছিয়ে যায়।

২৬০০০ চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট (SSC Recruitment Scam)

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেই এসএসসি মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। প্রধান বিচারপতি, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। তবে ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় এদিন ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি হয়নি। আগামী ১৩ অগস্ট এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে।

গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির দায়ে এসএসসি (SSC Recruitment Scam) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। হাইকোর্টের রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই তার বিরোধীতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সেই মামলার শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে।

Supreme Court

আরও পড়ুন: দিনভর বর্ষণের পূর্বাভাস, আজ ভিজবে দক্ষিণবঙ্গের এই ৮ জেলা: আজকের আবহাওয়া

আদালত সূত্রে আরও খবর, মামলা সংক্রান্ত বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। সেই কারণেও শুনানি পেছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মামলাকারীদের বক্তব্য ৪ সদস্যের কমিটিকে সোমবারের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর