স্বামী থাকতেও নজর সলমানেই, বলিউডের এই নায়িকা জানালেন মনের কথা

দক্ষিণী অভিনেত্রী নয়নতারা (Nayanthara) সম্প্রতি সালমান খান এবং ভাগ্যশ্রীর ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’ আবার দেখেছেন। আর সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। ‘ম্যায়নে প্যার কিয়া’ নয়নতারার (Nayanthara) অন্যতম প্রিয় ক্লাসিক চলচ্চিত্র। ছবিটি দেখার পরে, অভিনেত্রী এটির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যার ব্যাকগ্রাউন্ডে ‘দিল দিওয়ানা’ গানটি বাজতে শোনা যাচ্ছিল।

গত সোমবার ৫ আগস্ট, গভীর রাতে নয়নতারা দেখেছেন সালমান খান ও ভাগ্যশ্রীর সুপারহিট ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’। তিনি ইনস্টাগ্রাম স্টোরিজে ছবিটি থেকে সালমান খান এবং ভাগ্যশ্রীর একটি স্ক্রিনশট শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘এই দুটি এবং এই ছবিটি, শুধু বিশুদ্ধ প্রেম’ সঙ্গে দিয়েছেন একটি লাল হৃদয়ের ইমোজি। কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন সলমান খানকে তাঁর খুব পছন্দ।

Nayanthara

জওয়ান ছবিটি ছিল নয়নতারার (Nayanthara) হিন্দিতে ডেবিউ ফিল্ম

প্রসঙ্গত, সালমান খান চিরঞ্জীবী এবং নয়নতারার তেলুগু ছবি ‘গডফাদার’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। ‘গডফাদার’ সুপারহিট মালায়লাম ছবি ‘লুসিফার’-এর রিমেক। ‘গডফাদার’-এর জন্য সালমান খানকে ধন্যবাদও জানিয়েছিলেন নয়নতারা। সেই থেকেই হয় তাঁদের আলাপ, পরিচয়। এই কথা সংবাদাদাইমে জানিয়েছিলেন খোদ অভিনেত্রীই।

নয়নতারাকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে। এই ছবিটি ছিল নয়নতারার হিন্দিতে ডেবিউ ফিল্ম। অ্যাটলি পরিচালিত, ছবিটি বিশ্বব্যাপী ১১১০ কোটি রুপি আয় করেছে। ‘ম্যায়নে প্যার কিয়া’ একটি ১৯৮৯ সালের রোমান্টিক পারিবারিক ছবি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সালমান খান ও ভাগ্যশ্রী। ছবিতে সালমান প্রেমের ভূমিকায় এবং ভাগ্যশ্রী সুমনের ভূমিকায় অভিনয় করেছেন।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর