বাংলা হান্ট ডেস্কঃ ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সেই সব মামলার তদন্ত চালাচ্ছিল সিবিআই। এদিকে হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য সরকার। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ ও অরবিন্দ কুমারের বেঞ্চ রাজ্যের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনের অনুমতি দিয়েছে।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য (Supreme Court)
আদালতে রাজ্যের দাবি, একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্ট পক্ষপাতদুষ্ট। এদিন এই নিয়ে দ্রুত বিস্তারিত শুনানির আর্জি জানায় পশ্চিমবঙ্গ সরকার। এরপরই এই বিষয়ে সিবিআই-এর প্রতিক্রিয়া জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
২০২১-এর বিধানসভা ভোটে বিরাট জয় পেয়েছিল তৃণমূল। তবে তৃতীয়বার মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে। সরব হন বিরোধীরা। হাইকোর্টে দায়ের হয় একের পর এক মামলা। হিংসা ও অস্থিতার অভিযোগ সামনে আসে। এরপরই এই নিয়ে কমিটি গড়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
পরে জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দাখিল করে। যেখানে ভোট পরবর্তী হিংসায় হত্যা-ধর্ষণ-সহ গুরুতর অপরাধগুলি সিবিআই-এর তরন্ত করা উচিত বলে জানানো হয়। এমনকি মামলাগুলি রাজ্যের বাইরে সরিয়ে নিয়ে বিচার করার সুপারিশও করে জাতীয় মানবাধিকার কমিশন। এরপরই এর তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: ফের ধামাকা! সামনেই টানা বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি, রইল হলিডে লিস্ট
এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্যের সওয়াল, জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ ছিল পক্ষপাতমূলক। আর সেই রিপোর্টের ভিত্তিতে তদন্তের ভার সিবিআই-এর উপর দেওয়া হয়েছিল। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে রাজ্য।