বাংলা হান্ট ডেস্কঃ হাসিনা জমানায় ইতিমধ্যেই ইতি পড়েছে। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর দেশ ছেড়েছেন মুজিব-কন্যা। বুধবার সকালেই জানা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। নতুন সরকার শপথ কবে নেবে, এবার তা জানিয়ে দিলেন সেনাপ্রধান।
বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার কবে শপথ নেবে?
এদিন বিকেলে একটি সাংবাদিক সম্মেলনে ওপার বাংলার সেনাপ্রধান ওয়াকার উজ্জামান (Waker-Uz-Zaman) বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করবে। বঙ্গভবনে আয়োজিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। জানা যাচ্ছে, বাংলাদেশের নয়া সরকারের ১৫ জন উপদেষ্টা থাকতে পারেন।
আজ বিকেলের সাংবাদিক বৈঠকে সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তী সরকারে তৈরির বিষয়ে রাষ্ট্রপতির পাশাপাশি রাজনৈতিক দল এবং ছাত্রদের সঙ্গে কথা বলা হয়েছে। সকলের সম্মতি নিয়েই নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসকে (Muhammad Yunus) অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বাবুল থেকে চন্দ্রিমা, রাজ্যের মন্ত্রীসভায় একাধিক রদবদল! নতুন দায়িত্ব পেলেন কারা?
সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানান, অন্তর্বর্তী সরকারের (Bangladesh Interim Government) প্রধান ইউনুসকে সেনাবাহিনী সব রকমের সাহায্য করবে। ইউনুস এই মুহূর্তে বাংলাদেশে নেই। আগামীকাল দুপুর ২:১০ নাগাদ ফিরতে পারেন বলে খবর। এমিরেটসের একটি বিমানে প্যারিস থেকে দেশে ফেরার কথা আছে তাঁর।
এদিন সাংবাদিক সম্মেলনে ওপার বাংলার (Bangladesh) সেনাপ্রধান জানান, আমি নিজে ওনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাক। আশা করি, ৮ আগস্ট, আগামীকাল রাত ৮টায় সরকার শপথ নেবে। তিনি জানান, ইতিমধ্যেই ইউনুসের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি আমাদের একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে দেশবাসীকে শান্ত থাকার কথাও বলেন সেনাপ্রধান।