লক্ষ্মীর ভাণ্ডার ফেল! এবার হাতে আসবে ৫ হাজার! আধার-প্যান কার্ডেই বাজিমাত! কারা পাবেন সুবিধা?

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে সাধারণ মানুষের কথা ভেবে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে (West Bengal) নিঃসন্দেহে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার। লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতিমাসে পেয়ে থাকেন ভাতা।

অভিনব উদ্যোগ রাজ্য সরকারের (State Government)

এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে যার মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছেন। তবে এবার রাজ্য সরকার (State Government) এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে মিলবে পাঁচ হাজার টাকা। বলা যেতেই পারে এই প্রকল্পের কাছে একেবারে ফেল লক্ষীর ভান্ডার।

আরোও পড়ুন : অযৌক্তিক চালান কেটেছে ট্রাফিক পুলিশ? নো চিন্তা! আর গুণতে হবে না ‘ফাইন’! জানেন সেই পদ্ধতি?

সব থেকে বড় ব্যাপার হল এই প্রকল্পের সুবিধা পাবেন পুরুষ ও নারী উভয়ই। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছে। বাজেট পেশের পর বাংলার সরকার অভিযোগ তুলেছে তাঁত শিল্প ও তন্তুজীবীদের জন্য কোনও ঘোষণা নেই বাজেটে। এই আবহে রাজ্য সরকার (State Government) ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য।

আরোও পড়ুন : মুকেশ,গৌতম তো অনেক হল! এবার খেল দেখাবেন অনিল! ব্যবসায় যা লাভ করলেন হতবাক পুরো বিশ্ব

এককালীন কো অপারেটিভ ব্যাংকের ঋণ মুকুব, এককালীন ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, সুতো ক্রয় করার ক্ষেত্রে ১০% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার (State Government)। এছাড়াও ৫০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তাঁতঘর মেরামতি ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য।

mamata money 9

এছাড়াও জানানো হয়েছে ৬০ বছরের কম বয়সী কোনও তাঁত শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনারা আবেদন জানাতে পারেন জেলার হ্যান্ডলুম অফিসে। সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া চলছে হ্যান্ডলুম অফিসে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর