RBI-র একটি সিদ্ধান্তেই ঘটল বিপদ! মুহূর্তের মধ্যে উধাও ২.৮২ লক্ষ কোটি টাকা, কপাল পুড়ল বিনিয়োগকারীদের

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবারই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে যে রেপো রেটে কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি, এই বিষয়ে RBI তার সিদ্ধান্তে অনড় থেকেছে। যার কারণে শেয়ার বাজারের (Share Market) প্রধান দু’টি সূচকেই বড় ধরণের পতন ঘটেছে। RBI-এর মতে, খাদ্য মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়ছে। যার প্রভাব দেখা যাচ্ছে সার্বিক মুদ্রাস্ফীতিতে।

শেয়ার বাজারে (Share Market) বিরাট পতন:

এদিকে, RBI-এর সিদ্ধান্তের প্রভাবের কারণে সেনসেক্সে ৫৮২ পয়েন্টের পতন ঘটছে। অন্যদিকে, নিফটি ১৮০ পয়েন্ট কমে বন্ধ হয়েছে। যেখানে একদিন আগেও শেয়ার বাজার ৮৭০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছিল। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন যে RBI-এর অবস্থান প্রত্যাশার চেয়ে কঠোর হতে দেখা গেছে। এদিকে, এই পতনের কারণে, শেয়ার বাজারের (Share Market) বিনিয়োগকারীরা ২.৮২ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

A decision by the RBI caused a huge fall in the share market.

সেনসেক্স নিফটিতে বড় পতন: উল্লেখ্য যে, বম্বে স্টক এক্সচেঞ্জের (Share Market) প্রধান সূচক সেনসেক্স একদিন বৃদ্ধির পর বড় পতনের সম্মুখীন হয়েছে। তথ্য অনুযায়ী, সেনসেক্স ৫৮২ পয়েন্ট পতনের সাথে ৭৮,৮৮৬.২২ পয়েন্টে বন্ধ হয়েছে। ট্রেডিং সেশন চলাকালীন, সেনসেক্স ৭৮,৭৯৮.৯৪ পয়েন্ট নিয়ে দিনের নিম্ন স্তরে পৌঁছেছে। তবে, বৃহস্পতিবার সেনসেক্স ৭৯,৪২০.৪৯ পয়েন্ট নিয়ে খোলে। এদিকে এক দিন আগে, সেনসেক্স ৮৭৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

আরও পড়ুন: চিনের হুঙ্কার এবার হবে বন্ধ! দুর্ধর্ষ পরিকল্পনা করছে আদানি গ্রুপ, মাথায় হাত জিনপিংয়ের

অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (Share Market) প্রধান সূচক নিফটি ১৮০ পয়েন্টের পতনের সাথে ২৪,১১৭ পয়েন্টে বন্ধ হয়। যেখানে ট্রেডিং সেশন চলাকালীন, নিফটি ২৪,০৭৯.৭০ পয়েন্ট নিয়ে দিনের নিম্ন স্তরে পৌঁছেছে। তবে, বৃহস্পতিবার নিফটি ২৪,২৪৮.৫৫ পয়েন্টে খোলে। একদিন আগেও, নিফটিতে ৩০৫ পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে।

আরও পড়ুন: অগাস্টেই বড় চমক! সাধারণ মানুষও কি পারবে মহাকাশে সফর করতে? উত্তর জানা যাবে এই দিন

বিনিয়োগকারীরা ২.৮২ লক্ষ কোটি টাকা হারিয়েছেন: জানিয়ে রাখি যে, এক দিন আগে শেয়ার মার্কেটের (Share Market) বিনিয়োগকারীরা ৯ লক্ষ কোটি টাকার ভালো লাভ পেয়েছিলেন। এর আগে, টানা তিন দিন পতনের কারণে ২২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছিল। তবে, আমরা যদি বৃহস্পতিবারের কথা বলি, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা ২.৮২ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন । তথ্য অনুযায়ী, BSE ট্যাক্স মার্কেট ক্যাপ এক দিন আগে ছিল ৪,৪৮,৫৭,৩০৬.৫৫ কোটি টাকা। যা বৃহস্পতিবার ৪,৪৫,৭৫,৫০৭.১২ কোটি টাকায় নেমে এসেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর