বাংলা হান্ট ডেস্কঃ লোকাল ট্রেনের পর গণপরিবহণ হিসেবে বাসের চাহিদা ব্যাপক। রোজ অগুনতি নিত্যযাত্রী বাসে চেপে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তবে মাঝেমধ্যেই বাস (Bus) পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মুখে একাধিক অভিযোগও শোনা যায়। এবার হয়তো এসব অভিযোগের অবসান ঘটতে পারে। কারণ সম্প্রতি বাস নিয়ে বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বাস নিয়ে কী নির্দেশ দিলেন মমতা (Mamata Banerjee)?
বহুদিন ধরেই সাধারণ মানুষের অভিযোগ, কলকাতার বুকে এখন বাস কমে গিয়েছে। অফিস টাইমে বাদুড়ঝোলা ভিড়ও নতুন নয়। রীতিমতো প্রাণ হাতে যাতায়াত করেন বহু নিত্যযাত্রী। বিষয়টি নজর এড়ায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর। গত মঙ্গলবার পরিবহণ দফতরের রিভিউ বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে সরকারি বাসের কম সংখ্যা নিয়ে উষ্মা প্রকাশ করেন বলে খবর।
রাস্তায় সেভাবে বাস না দেখা গেলেও তেলের জন্য কেন খরচ বাড়ছে? বৈঠকে প্রশ্ন তোলেন মমতা। একইসঙ্গে মোটা টাকার বেতন দেওয়া সত্ত্বেও কেন পর্যাপ্ত পরিষেবা মিলছে না, সেটাও জানতে চান তিনি। যদি প্রয়োজন পড়ে, তাহলে তিন শিফটের পরিবর্তে চার শিফটে কাজ করানো হোক বলে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই ঘন ঘন সরকারি বাস নামানোর নির্দেশ দেন বলে খবর।
আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই ৫ জেলায়ঃ আবহাওয়ার খবর
নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে, এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে মামলা চলার কারণে প্রায় ১১৮০টি বাস আটকে রয়েছে। পরিবহণ দফতরের তরফ থেকে মমতাকে এই বিষয়ে জানানো হয়েছে। আটকে থাকা প্রত্যেকটি বাসই বৈদ্যুতিক বাস। কিন্তু শীর্ষ আদালতে মামলা ঝুলে থাকার কারণে সেই বাসগুলি রাস্তায় নামানো যায়নি।
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী আশাবাদী, আগামীদিনে যদি সুপ্রিম কোর্ট রাজ্যের পক্ষে রায় দেয় তাহলে শহরের বুকে আরও বেশি বাস দেখা যাবে। রাজ্যের পক্ষে রায় এলে আরও কয়েক হাজার বাস রাস্তায় নামবে বলে আশা করছেন মমতা (Mamata Banerjee)। এর ফলে নিত্যযাত্রীদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।