জল সমস্যা নিয়ে কথা বলতেই এনসিপি নেত্রীকে বেধড়ক মারধর করলো বিজেপি বিধায়ক

বাংলা হান্ট ডেস্ক:

তিনি এসেছিলে জলের সমস্যা নিয়ে এলাকা বিধায়কের সঙ্গে কথা বলতে, কিন্তু কপালে থাপ্পড়-লাথি জুটল সেখানে গিয়ে। এক এনসিপি নেত্রীকে রাস্তায় ফেলে প্রকাশ্য করা হল মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।

 

জানা গেছে, এনসিপি নেত্রী নীতু তেজওয়ানি এলাকার জলের সমস্যা নিয়ে কথা বলতে যান আহমেদাবাদের নারোদা বিধানসভার বিধায়ক বলরাম থাওয়ানির সঙ্গে। নীতু বলরামের অফিসে যান এলাকার বেশ কয়েকজনকে নিয়ে।

49e6a img 20190603 wa0033

কিন্তু নিতুর অভিযোগ জলের সমস্যার বিষয়ে আলোচনা করার পূর্বেই, কোনও কথা শুনে আগেই, একের পর এক হয় থাপ্পড় মারা হয় তাঁকে। এছাড়াও তিনি অভিযোগ জানান, ওনার স্বামীকেও মারধর করে ওরা। আলোচ্য ঘটনার পর নিতু বলেন ‘প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করতে চাই, বিজেপির আমলে মহিলারা কী নিরাপদ এরাজ্যে!’

এদিকে এলাকা বিধায়ক বলরাম উড়িয়ে দিয়েছেন গোটা বিষয়টাই। তিনি বলেন, নিজে বাঁচার জন‍্যই ওই মহিলার গায়ে হাত তুলেছিলেন তিনি। বলরাম আরও বলেন, ‘জলের সমস্যা নিয়ে ৫০ জন মহিলা ও ২০ জন পুলিস কথা বলতে এসেছিল। ওদের সোমবার আমার অফিসে আসতে বলেছিলাম।’

বলরামের অভিযোগ, ‘আমাকে ঘেরাও করেছিল জনতা। ওদের সঙ্গে যখন কথা বলার সময়, জনতার মধ্যে থেকে কেউ একজন আমাকে ঘুঁসি মারে। এরপরই হুড়োহুড়ি পড়ে যায়। সবই ধাক্কাধাক্কি শুরু করে দেয় অফিসের ভেতর থেকে। এর মধ্যেই চড়-ঘুঁসি পড়তে থাকে মহিলাদের ওপরে।’

 


সম্পর্কিত খবর