রূপো জয়ে খুশি নন নীরজ? জেতার পর মুখ খুললেন জ্যাভলিন তারকা

২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স-এ নীরজ চোপড়া (Neeraj Chopra) রৌপ্য পদক জিতেছেন। নীরজ জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতার ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। যার কারণে তাঁকে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এর আগে টোকিও অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছিলেন নীরজ (Neeraj Chopra)। তাহলে কি টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জিতে খুশি নন? পদক জেতার পর নীরজের প্রতিক্রিয়া জানা গেল। নীরজ বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই দিন থাকে।’

প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে রৌপ্য পদক জেতার পর এএনআই-এর সাথে কথা বলার সময়, নীরজ চোপড়া বলেন, ‘প্রতিযোগিতাটি দুর্দান্ত ছিল। প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব দিন আছে, আজ আরশাদের দিন ছিল। টোকিও, বুদাপেস্ট, এশিয়ান গেমসের নিজস্ব দিন আছে। আমি আমার সেরাটা দিয়েছি, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর দিকে মনোযোগ দেওয়া দরকার এবং আমাদের জাতীয় সঙ্গীত আজ না বাজলেও ভবিষ্যতে অন্য কোথাও বাজানো হবে।’

   

Neeraj Chopra

প্যারিস অলিম্পিক্স-এ নীরজ চোপড়া (Neeraj Chopra) রৌপ্য পদক জিতেছেন

এর বাইরে সংস্কারের কথাও বলেছেন নীরজ। নীরজ আরও বলেছেন, ‘যখনই আমরা দেশের জন্য পদক জিতি, আমরা সবাই খুশি। এখন থ্রোতে উন্নতি করার সময় এসেছে। আমাদের ইনজুরি নিয়ে কাজ করতে হবে। আমরা ত্রুটিগুলিকে উন্নত করব। আমরা বসে আলোচনা করব। এবং কর্মক্ষমতা উন্নত।’

নীরজ চোপড়া ৮৯.৪৫ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে রৌপ্য পদক জিতেছিলেন। এটি ছিল নীরজের মৌসুমের সেরা স্কোর। একই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। আরশাদ ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতেছেন। আরশাদের এই থ্রো অলিম্পিক রেকর্ডও হয়ে গেল। এছাড়াও গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন, যিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। অ্যান্ডারসন পিটার্সের থ্রো ছিল ৮৮.৫৪ মিটার।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর