ধামাকাদার খবর! এবার এই রুটগুলিতে ছুটবে ৯ জোড়া স্পেশাল! পুজোর আবহে নয়া চমক রেলের

বাংলাহান্ট ডেস্ক : পুজোর সময় অনেকেই ঘুরতে চলে যান। উৎসবের মরশুমে পূর্ব রেল (Eastern Railways) এবার ঘোষণা করল ৯ জোড়া স্পেশাল ট্রেনের। স্পেশাল ট্রেনগুলির (Trains) ফলে উপলব্ধ হবে অতিরক্ত ১৭৯০০০ বার্থ। পূর্ব রেল (Eastern Railways) জানিয়েছে, ১লা অক্টোবর ২০২৪ থেকে ১লা ডিসেম্বর ২০২৪ পর্যন্ত একাধিক রুটে চালানো হবে পুজো স্পেশাল ট্রেন।

অনেকেই রয়েছেন পুজোর সময় পরিবার বা বন্ধুদের সাথে বাইরে ঘুরতে চলে যান। আবার অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুজো উপলক্ষ্যে ফেরেন বাড়ি। তবে উৎসবের মরশুমে ট্রেনের টিকিট পেতে কালঘাম ছুটে যায় অনেকের। তবে পূর্ব রেলের (Eastern Railways) এই উদ্যোগে নিঃসন্দেহে উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

   

পূর্ব রেলের (Eastern Railways) পুজো স্পেশাল ট্রেনের (Trains) তালিকা:

03417 মালদহ টাউন – উদনা জংশন (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ – ২৪.১১.২০২৪ পর্যন্ত), 03418 উদনা জংশন – মালদহ টাউন (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত), 03007 হাওড়া – খাতিপুরা (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ – ২৪.১১.২০২৪ পর্যন্ত), 03008 খাতিপুরা – হাওড়া (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত), 03509 আসানসোল – খাতিপুরা (প্রতি মঙ্গলবার ০১.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত), 03510 খাতিপুরা – আসানসোল (প্রতি বুধবার ০২.১০.২০২৪ – ২৭.১১.২০২৪ পর্যন্ত), 

আরোও পড়ুন : বেতন ৩৫ হাজার! কাজ মিলেছিল টাটা কারখানায়! কিন্তু তারপর….আক্ষেপের সুর মণিমোহনের গলায়

03131 শিয়ালদহ – গোরখপুর (প্রতি শনিবার ও সোমবার ০৫.১০.২০২৪ – ৩০.১১.২০২৪ পর্যন্ত), 03132 গোরখপুর – শিয়ালদহ (প্রতি রবিবার ও মঙ্গলবার ০৬.১০.২০২৪ – ০১.১২.২০২৪ পর্যন্ত), 03043 হাওড়া – রক্সউল জংশন (প্রতি শনিবার ০৫.১০.২০২৪ – ৩০.১১.২০২৪ পর্যন্ত), 03044 রক্সউল জংশন – হাওড়া (প্রতি রবিবার ০৬.১০.২০২৪ – ০১.১২.২০২৪ পর্যন্ত), 03045 হাওড়া – রক্সাউল জংশন (প্রতি সোমবার ০৭.১০.২০২৪ – ২৫.১১.২০২৪ পর্যন্ত),03046 রক্সউল জংশন – হাওড়া (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত), 03109 শিয়ালদহ –  ভাদোদরা জংশন (প্রতি মঙ্গলবার ০১.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত),

train 6 16328366744x3

03110 ভাদোদরা জংশন  – শিয়ালদহ (প্রতি বৃহস্পতিবার ০৩.১০.২০২৪ – ২৮.১১.২০২৪ পর্যন্ত), 03575 আসানসোল – আনন্দবিহার টার্মিনাল (প্রতি শুক্রবার ০৪.১০.২০২৪ – ২৯.১১.২০২৪ পর্যন্ত), 03576 আনন্দবিহার টার্মিনাল – আসানসোল (প্রতি শনিবার ০৫.১০.২০২৪ – ৩০.১১.২০২৪ পর্যন্ত),03435 মালদহ টাউন – আনন্দবিহার টার্মিনাল (প্রতি সোমবার ০৭.১০.২০২৪ – ২৫.১১.২০২৪ পর্যন্ত), 03436 আনন্দবিহার টার্মিনাল – মালদহ টাউন (প্রতি মঙ্গলবার ০৮.১০.২০২৪ – ২৬.১১.২০২৪ পর্যন্ত)।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর