প্রথম থেকেই শুরু অ্যাকশন! বড় কাজ করতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, থাকছে বিশেষ নজর

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই পড়শি দেশ বাংলাদেশে (Bangladesh) কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এমতাবস্থায়, ওই দেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং ব্যাঙ্কের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসা। অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।

প্রথম থেকেই অ্যাকশনে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার:

বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সালেহউদ্দিন আহমেদের কাছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। তিনি গত শুক্রবার তাঁর ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের বিভাগ ঘোষণা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতনের পর ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

Interim government of Bangladesh is going to do big work.

“অর্থনীতিতে থাকবে ফোকাস”: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর আহমেদ সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের কার্যক্রম পুনরায় চালু করে ব্যাঙ্কগুলির প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার থাকবে। সরকারি সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) আহমেদকে উদ্ধৃত করে জানিয়েছে, “এরপর আমরা সংস্কারের ক্ষেত্রে কাজ করব। বিভিন্ন কারণে বাংলাদেশের (Bangladesh) অর্থনীতি মন্থর হয়েছে।”

আরও পড়ুন: আসছে সমুদ্রের রক্ষক! চোখের পলকে ঘটাবে বিপর্যয়, INS আরিঘাট দিয়েই বাজিমাত করবে ভারত

তিনি আরও জানান যে, “আমাদের লক্ষ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের (Bangladesh) অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। অর্থনীতি একবার মন্থর হয়ে পড়লে, সেটিকে পুনরায় শুরু করা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু, আমরা এটি বন্ধ করতে চাই না।”

আরও পড়ুন: চিনের সাথে বাড়ছে দূরত্ব? মুইজ্জুর বক্তব্য শুনে খুশিতে মাতল ভারত, রেগে লাল ড্রাগন

“সবক্ষেত্রে কাজ করতে হবে”: এদিকে, “ঢাকা ট্রিবিউন” পত্রিকা আহমেদকে উদ্ধৃত করে জানিয়েছে, “অর্থনীতিতে একাধিক সমস্যা রয়েছে। ব্যাঙ্কিং ক্ষেত্র, মুদ্রাস্ফীতিসহ নানা জটিলতা রয়েছে। আমাদের সবক্ষেত্রে কাজ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন যে, “এই সময়ে শুধু বাংলাদেশের (Bangladesh) আইন-শৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়া উচিত নয়, পাশাপাশি ব্যাঙ্ক খোলা ও বন্দর সচল রাখাকে সমান গুরুত্ব দিতে হবে।” তিনি বলেন, ব্যাঙ্কিং সেক্টরের প্রাথমিক কার্যক্রম পুনরায় শুরু করতে বেশি সময় লাগবে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর