এই ৪ টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবেন মালামাল! Fixed Deposit-এ মিলছে বাম্পার রিটার্ন

বাংলা হান্ট ডেস্ক: গত ২ মাসে একাধিক পাবলিক সেক্টর ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমের সুদের হার সংশোধন করেছে। উল্লেখ্য যে, পাবলিক সেক্টরের ব্যাঙ্কগুলিতে ভারত সরকারের ৫০ শতাংশ ক্যাপিটাল রয়েছে। এদিকে, যে ব্যাঙ্কগুলি অগাস্টে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার সংশোধন করেছে তার মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং আরও অন্যান্য কয়েকটি ব্যাঙ্ক।

এই ৪ টি ব্যাঙ্কে Fixed Deposit-এ মিলছে বাম্পার রিটার্ন:

১. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার FD: জানিয়ে রাখি যে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩৩৩ দিনে ম্যাচিওর হওয়া FD (Fixed Deposit)-গুলির জন্য বার্ষিক ৭.৪০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ সুদের হার উপলব্ধ করছে। যেখানে ৬০ বছরের বেশি বয়সী গ্রাহকরা বার্ষিক ০.৫০ শতাংশ বেশি সুদের হার পেতে পারেন। পাশাপাশি, সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাঙ্ক ০.৭৫ শতাংশ বেশি সুদের হার উপলব্ধ করছে।

These 4 banks are giving bumper returns on Fixed Deposits.

২. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশাল FD: এবারে আমরা জানাবো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার FD (Fixed Deposit) প্রসঙ্গে। সাধারণ নাগরিকদের স্পেশাল ফিক্সড ডিপোজিটের ওপর এই ব্যাঙ্ক ৭.৩০ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। অপরদিকে প্রবীণ নাগরিকদের জন্য ৭.৮০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৯৫ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে। যেটি ৬৬৬ দিনের জন্য ২ কোটি টাকার ডিপোজিটে পাওয়া যাবে।

আরও পড়ুন: ভুলেও করবেন না এই কাজ! নাহলেই ব্ল্যাকলিস্ট হবে SIM, ১ সেপ্টেম্বর থেকে লাগু কড়া নিয়ম

৩. ব্যাঙ্ক অফ বরোদা স্পেশাল FD: BOB মনসুন ধামাকা অফারের অধীনে ব্যাঙ্ক অফ বরোদার দু’টি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম উপলব্ধ রয়েছে। যেখানে ৩৯৯ দিনের জন্য বার্ষিক ৭.২৫ শতাংশ এবং ৩৩৩ দিনের জন্য ৭.১৫ শতাংশ সুদের হার উপলব্ধ রয়েছে। এই স্কিম ২০২৪-এর ১৫ জুলাই খোলে এবং ৩ কোটি টাকার কম খুচরো ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: প্রথম থেকেই শুরু অ্যাকশন! বড় কাজ করতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, থাকছে বিশেষ নজর

৪. SBI স্পেশাল FD: জানিয়ে রাখি যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) “অমৃত বৃষ্টি” নামে একটি নতুন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম চালু করেছে। এই FD স্কিম উচ্চ সুদের হার উপলব্ধ করছে এবং সাধারণ এবং NRI উভয় গ্রাহকদেরই পরিষেবা প্রদান করে। এই নতুন স্কিমটি ২০২৪ সালের ১৫ জুলাই থেকে কার্যকর হয়েছে। এই বিশেষ FD ব্যাঙ্কের শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং YONO চ্যানেলের মাধ্যমে বুক করা যেতে পারে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর