iPhone ব্যবহারকারীদের পকেট হবে ফাঁকা! প্রতি মাসে Apple নেবে মোটা টাকা, নইলে মিলবেনা এই সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বের টেক প্রেমীদের কাছে iPhone অত্যন্ত পছন্দের ফোন হিসেবে বিবেচিত হয়। তবে, এবার iPhone সম্পর্কে এমন একটি আপডেট সামনে এসেছে যেটি কিছুটা হলেও চিন্তা বাড়াবে মোবাইল প্রেমীদের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী দিনে iPhone ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল হতে চলেছে। ইতিমধ্যেই Apple এজন্য প্রস্তুতি নিয়েছে। এমতাবস্থায়, সারা বিশ্বের লক্ষ লক্ষ ব্যবহারকারী যাঁরা Apple-এর ইকো-সিস্টেম ব্যবহার করেন তাঁরা একটি বড় ধাক্কার সম্মুখীন হতে পারেন।

iPhone ব্যবহারকারীদের পকেটে পড়বে টান:

জানি রাখি যে, Apple-এর iPhone 16 সিরিজ আগামী মাসে লঞ্চ হবে। যেখানে Apple প্রথমবারের মতো AI ফিচার্স যুক্ত করতে চলেছে। এই নতুন সিরিজের জন্য ব্যবহারকারীদের পকেটে টান পড়তে পারে। জানা গিয়েছে যে, iPhone 16 সিরিজের দাম গত বছর লঞ্চ হওয়া iPhone 15 সিরিজের থেকে বেশি হতে পারে। এদিকে, দাম বৃদ্ধির সাথে সাথে ব্যবহারকারীদের প্রতি মাসে ২০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬০০ টাকা) অতিরিক্ত খরচ করতে হতে পারে।

This time the cost of iPhone users is going to increase.

Apple Intelligence-এর জন্য হবে খরচ: জানিয়ে রাখি যে, Apple-এর পরবর্তী iPhone 16 সিরিজ বিশ্বব্যাপী আগামী ১০ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে। Apple-এর এই নতুন iPhone সিরিজে Apple Intelligence অর্থাৎ AI ফিচার্স থাকবে। বিশেষজ্ঞদের মতে, Apple এর জন্য iPhone ব্যবহারকারীদের কাছ থেকে প্রতি মাসে অতিরিক্ত ২০ ডলার (প্রায় ১,৬০০ টাকা) চার্জ করতে পারে। তবে, এই চার্জ শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীদের দিতে হবে যাঁরা Apple-এর AI ফিচার্স সাবস্ক্রাইব করতে চান। অর্থাৎ, বেসিক ইউজার্সদের জন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।

আরও পড়ুন: ভারতের এই পড়শি দেশে শুরু হাহাকার! ৭৪ শতাংশ জনসংখ্যা পাচ্ছে না দু’বেলার খাবার, ভয়াবহ পরিস্থিতি

উল্লেখ্য যে, iPhone 16 সিরিজে থাকা Apple Intelligence ফিচার্স সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, কোম্পানি সম্প্রতি অনুষ্ঠিত WWDC 2024-এ AI ফিচার্স সম্পর্কে ঘোষণা করেছিল। যদিও কোম্পানি এখনও এই AI ফিচার্স লঞ্চের তারিখ ঘোষণা করেনি। রিপোর্ট অনুযায়ী, এই ফিচার্স iOS 18-এর সাথে রোল আউট করা হবে। এমতাবস্থায়, এই ফিচার্স কম্প্যাটিবল ডিভাইস ব্যবহারকারীদের সাবস্ক্রাইব করতে হবে।

আরও পড়ুন: একইসাথে ১০,০০০ মহিলার লোকনৃত্য! ৭৮ তম স্বাধীনতা দিবসের আগে বিশ্ব রেকর্ড গড়ল ভূস্বর্গ

Apple Intelligence-এ রয়েছে দুর্ধর্ষ ফিচার্স: Apple-এর এই AI ফিচার্সে Siri ভয়েস অ্যাসিস্ট্যান্টের একটি উন্নত সংস্করণ পাওয়া যাবে। এই নতুন আপগ্রেড করা Siri-র সাহায্যে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল, ছবি এবং ভিডিও তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, Apple Intelligence-এ এমন অনেক ফিচার্স উপলব্ধ হবে যার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন কাজ সহজেই করতে পারবেন। তবে, এমনও খবর সামনে এসেছে যে সিকিউরিটি রিস্কের কারণে Apple Intelligence ছাড়াই ইউরোপের বাজারে নতুন iPhone 16 সিরিজ লঞ্চ করতে পারে Apple।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর