বাংলাহান্ট ডেস্ক : আজকাল প্রায় সকলের কাছেই রয়েছে এটিএম কার্ড। এটিএম কার্ডের মাধ্যমে যেকোনো এটিএম কাউন্টার থেকে তোলা যায় টাকা। আগের মতো ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তোলার ঝামেলা থেকে মুক্তি মিলেছে অনেকটাই। এটিএম কাউন্টারে মেশিনের মধ্যে এটিএম কার্ড ঢুকিয়ে সঠিক পিন নম্বর দিলেই তোলা যায় টাকা।
তবে জানেন এবার সর্বসাধারণের সুবিধার জন্য চালু হতে চলেছে RICE ATM বা চালের এটিএম? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। তবে বাংলা নয়, এই কাণ্ড ঘটিয়েছে বাংলার পাশের এক রাজ্য। বাংলার পড়শী রাজ্য উড়িষ্যা (Odisha) রাইস এটিএম এনে সবাইকে চমকে দিয়েছে। এতদিন আমরা সবাই এটিএম থেকে টাকা বের হতে দেখেছি। তবে এবার এটিএম থেকে চাল বের হতে দেখব।
উড়িষ্যায় (Odisha) রাইস এটিএমের চমক
ভারতের প্রথম ২৪x৭ খাদ্যশস্য বিতরণ মেশিন চালু করে গোটা দেশকে চমকে দিয়েছে উড়িষ্যা (Odisha)। খাদ্য সরবরাহ ও উপভোক্তা কল্যাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র ভুবনেশ্বরে উদ্বোধন করেছেন দেশের প্রথম চালের এটিএম ‘অন্নপূর্ণি শস্য এটিএম।’ এই চালের এটিএম চালু করা হয়েছে মঞ্চেশ্বর এলাকার একটি গুদামে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস)-এ স্বচ্ছতা আনার উদ্দেশ্যে এই উদ্যোগ।
উড়িষ্যার (Odisha) প্রশাসন মনে করছে এই ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা আসবে চাল বিতরণ ব্যবস্থায়। মূলত বায়োমেট্রিকের মাধ্যমে এই এটিএম চলবে। এই মেশিনে গিয়ে বায়োমেট্রিক দিয়ে এন্টার করতে হবে রেশন কার্ড (Ration Card) নম্বর। তারপর সুবিধাভোগী এখান থেকে ২৫ কেজি পর্যন্ত চাল গ্রহণের অনুমতি পাবেন। উড়িষ্যা (Odisha) সরকার জানিয়েছে, ধীরে ধীরে এই ব্যবস্থা গোটা রাজ্যে শুরু করা হবে।