বাংলা হান্ট ডেস্ক: এবার সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ল ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চলতে থাকা বিতর্ক। সোমবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন বাবুল সুপ্রিয়, তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে এই পোস্টটি ঘিরে। সেই পোস্টে বাবুল অভিযোগ করেন, তাঁর পার্সোনাল ফোন নম্বর লিক করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি তৃণমূল সমর্থকদের বলা হয়েছে তাঁকে ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ লিখে মেসেজ পাঠাতে।
এরপর থেকেই বাবুলের হোয়াটসঅ্যাপে ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ লেখা প্রচুর মেসেজ আসতে থাকে। গতকাল তাঁর হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট তুলে ফেসবুকে পোস্ট করেন বাবুল। ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে বাবুলের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে “জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ”। ফোন নম্বর লিক হওয়ার পর বাবুলের ফোনে আসছে এই ধরনের প্রচুর মেসেজ।
ফেসবুকে এই স্ক্রিনশটটি পোস্ট করে, বাবুল লেখেন, “আমার ব্যক্তিগত নম্বর বিভিন্ন সোশাল সাইটে ছড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল সমর্থকদের বলা হয়েছে আমাকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে মেসেজ পাঠাতে। ঠিক আছে। তবে, তাই হোক। আমরা তৈরি।”
বাবুলের ফোন নাম্বার লিক! আসছে ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ লেখা প্রচুর মেসেজ
সম্পর্কিত খবর