বাংলাহান্ট ডেস্ক : আমাদের মুখমন্ডলে নাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। মানুষের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম একটি হল নাক (Nose)। একজন ব্যক্তির ব্যক্তিত্ব (Personality Test) বোঝা সম্ভব নাক (Nose) দেখে। নাকের গঠন দেখে বোঝা যায় একজন ব্যক্তির বৈশিষ্ট্য। চলুন জেনে নেব বিস্তারিত।
নাক (Nose) দিয়েই চেনা যাবে ব্যক্তিত্ব (Personality)
মুখের অন্যান্য অংশের তুলনায় যাদের নাক (Nose) একটু বেশি গাড় বা লালচে রঙের হয়, তারা অন্যান্যদের থেকে বেশি পরিশ্রমী হয়ে থাকেন। এই ধরনের মানুষদের শেষ জীবন নিঃসঙ্গভাবে কাটে। এই ধরনের মানুষেরা জীবনে অনেক সংগ্রাম, বাধা, অসুস্থতার মুখোমুখি হন। এই নাকের অধিকারীরা বিবাহিত জীবনে সুখী হন। তবে জীবনের শেষ দিনগুলি কাটাতে হয় একা।
যে সকল ব্যক্তির নাক (Nose) ছোট হয় তারা সব সময় ব্যস্ত থাকতে পছন্দ করেন। সততা ও পরিশ্রম দিয়ে এই ধরনের মানুষেরা কাজ করতে পছন্দ করেন। তবে ছোট নাকের অধিকারীরা সারা জীবন দরিদ্র থাকতে পারেন। এই ধরনের ব্যক্তিদের দাম্পত্য জীবন সুখের হয় সাধারণত।
আরোও পড়ুন : কেটেছে ৫ বছরেরও বেশি! তবু হল না ‘সমঝোতা’! এই দেশ থেকে আজও ফিরল না ভারতের ১১টি কামরা
নাকের (Nose) সামনের অংশ যাদের একটু বাঁকা হয় তারা খুব বুদ্ধিমান হয়ে থাকেন। তবে এই ধরনের মানুষেরা জীবনে অনেক সময় আইনি জটিলতার সম্মুখীন হন। এমনকি এই ধরনের মানুষদের জেল যাত্রাও হতে পারে। আড়ালে থেকে এই ধরনের মানুষেরা অন্যের ক্ষতি করার মানসিকতা রাখেন।
যে সকল ব্যক্তির নাক (Nose) বড় তারা সরল প্রকৃতির হন। তবে এই ধরনের ব্যক্তিদের থাকতে পারে ইগো বা ব্যক্তিত্বের সমস্যা। বড় নাকের অধিকারী ব্যক্তিরা নেতৃত্ব প্রদান করার ক্ষমতা রাখেন। অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজেই সমস্যার সমাধান করতে পারেন এই ধরনের মানুষেরা।
আরোও পড়ুন : আরেব্বাস! এবার মেশিনে রেশন কার্ড ঢোকালেই মিলবে চাল! অবাক হলেন? নয়া উদ্যোগ সরকারের
সরু নাকের (Nose) অধিকারীরা খুবই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। সভা বা গ্যাদারিংয়ে এনারা মধ্যমণি হন। তবে রোজগার করলেও এই ধরনের মানুষেরা টাকা সঞ্চয় করতে পারেন না। তাই এদের মাঝেমধ্যে আর্থিক অনটনের মুখোমুখি হতে হয়।
যে সকল ব্যক্তির নাক (Nose) প্রশস্ত ও নাকে বড় ছিদ্র থাকে তারা খুবই আশাবাদী হন। নেতৃত্ব দিতে সক্ষম হন এনারা। জীবনে প্রচুর সম্পদ ও সম্মানের অধিকারী হয়ে থাকেন।
অন্যদের প্রতি সহানুভূতি পোষণ করে থাকেন সোজা নাকের (Nose) ব্যক্তিরা। এনারা অন্যকে সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকেন। অতিরিক্ত খরচ না করে সাধারণভাবে জীবন কাটাতে পছন্দ করেন।