ইন্দীরার ভূমিকায় কঙ্গনা, মুক্তি পেল ‘এমার্জেন্সি’র ট্রেলার

অবশেষে ১৪ তারিখ মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বহুল প্রতীক্ষিত ছবি ইমার্জেন্স-এর ট্রেলার। বুধবার, অর্থাৎ স্বাধীনতা দিবসের এক দিন আগে, অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করেছিলেন। ১৯৭৫ সালে ভারতের উপর ভিত্তি করে, এই চলচ্চিত্রটি সেই সময়কে ঘিরে যখন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। রাজনৈতিক নাটকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাচ্ছে কঙ্গনাকে (Kangana Ranaut)। ট্রেলার প্রকাশের পর ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে।

শুরুটা হল ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাউতকে দিয়ে। ব্যাকগ্রাউন্ড থেকে কঙ্গনার কণ্ঠে শোনা গেল, ‘এমন একজনকে বেছে নিন যে আপনার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে পারে এবং তার শক্তি আছে।’ এরপরে, ব্যাকগ্রাউন্ড থেকে কারও আওয়াজ আসে যে ‘যার হাতে ক্ষমতা আছে তাকে শাসক বলা হয়।’ এরপরে আবার ভয়েস ওভার আসে যে ‘ইন্দিরা গান্ধী আসামে গিয়ে কাশ্মীর হওয়া থেকে বাঁচিয়েছেন।’ তারপর ইন্দিরা গান্ধীর ভূমিকায়, কঙ্গনাকে জনসাধারণের মধ্যে দেখা যায়। এরপর চেয়ারের জন্য নেতাদের মধ্যেও চলছে লড়াই দেখা যায়।

Kangana Ranaut

১৪ তারিখ মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বহুল প্রতীক্ষিত ছবি ইমার্জেন্স-এর ট্রেলার

ট্রেলারে ইন্দিরা গান্ধীর ভূমিকায় প্রাণ দিয়েছেন কঙ্গনা রানাউত। অন্যান্য অভিনেতাদের চরিত্র থেকেও পর্দা সরানো হয়েছে। ট্রেলারটি ইন্দিরা গান্ধীর জরুরী অবস্থা জারি এবং তার কাজের উপর প্রশ্ন উত্থাপন করার দৃশ্যে পূর্ণ। সামগ্রিক ট্রেলার দেখার পর, ইমার্জেন্সির জন্য ভক্তদের উত্তেজনা বেড়েছে। ইনস্টাগ্রামে ট্রেলার প্রকাশ করার সময়, কঙ্গনা ক্যাপশনে লিখেছেন, “ইন্ডিয়া ইজ ইন্দিরা হ্যায় এবং ইন্দিরা ইজ ইন্ডিয়া!”

কঙ্গনা ছাড়াও ‘এমার্জেন্সি’-এ অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমান, মহিমা চৌধুরী এবং শ্রেয়াস তালপাড়ে। যেখানে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেখা যাবে শ্রেয়াস তালপাড়েকে, সেখানে অনুপম খেরকে দেখা যাবে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায়। ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায় দেখা যাবে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককেও। এমার্জেন্সির মুক্তির তারিখ কয়েকবার বাড়ানো হয়েছে। এখন এটি অবশেষে ৬ সেপ্টেম্বর, ২০১৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে নির্মাতারা।


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর