বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন আবহাওয়া কেমন থাকবে তা জানতে অনেকেই হাওয়া অফিসের আপডেটের (South Bengal Weather) ওপর চোখ রেখেছেন। এবার মিলল সেই খবর। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৫ আগস্টেও রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে (Weather Update)।
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
আইএমডির কথায়, বঙ্গোপসাগরের সঙ্গেই বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যে কারণে রাজ্য়ের আকাশে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে। তাই আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (South Bengal Weather) রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। আগামীকালও চলবে বৃষ্টি। শুক্রবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণার পাশাপাশি হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা? সেমিনার হল ভাঙার অভিযোগ, ফের মামলা দায়ের হাইকোর্টে!
আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমি বায়ু এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আগামী ১৭ আগস্ট অবধি দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, বাঁকুড়া, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, দুই বরশ্মান, ঝাড়গ্রাম, বীরভূম এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরবঙ্গের নানান জেলাতেও শুক্রবার অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ মালদা এবং দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টি হতে পারে। আগামী ১৬ আগস্ট অবধি কোচবিহার এবং দার্জিলিং বাদে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।