বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে নয়া মোড়! এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) রাস্তা থেকে আটক করল সিবিআই। আগেই তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে সেই ডাকে সাড়া দেননি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার রাস্তা থেকে তাঁকে পাকড়াও করলেন গোয়েন্দারা।
আরজি কর কাণ্ডে সিবিআইয়ের জালে সন্দীপ (Sandip Ghosh)
কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও তাতে হাজিরা দেননি সন্দীপ। উল্টে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পুলিশি রক্ষাকবচের আবেদন জানান। তবে তাতে কোনও সুরাহা হয়নি। বরং উচ্চ আদালত তাঁকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা বলেন। এবার তাঁকে মাঝরাস্তা থেকে আটক করল তদন্তকারী সংস্থা।
জানা যাচ্ছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এসেছে সিবিআই (CBI)। সেখানে রয়েছেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। সেখানে দু’জনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ ‘হাসপাতালটাই বন্ধ করে দিচ্ছি’! আরজি কর কাণ্ডে তোলপাড়, বিরাট মন্তব্য হাইকোর্টের!
সময়মতো হাজিরা না দেওয়ায় এদিন সল্টলেক থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সিবিআই আটক করেছে বলে জানা যাচ্ছে। এরপর তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই সন্দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
এদিন হাইকোর্টে সন্দীপ ঘোষের আইনজীবী আশঙ্কা প্রকাশ করেন, সিবিআইয়ের কাছে হাজিরা দিলে তাঁর মক্কেল গ্রেফতার হতে পারেন। তাই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে নিরাপত্তা ও রক্ষাকবচের আবেদন জানান সন্দীপ। তবে উচ্চ আদালত তাঁর আর্জিতে কান দেয়নি। উল্টে তাঁকে জানানো হয়, আদালতের নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এরপর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই মাঝরাস্তা থেকে সন্দীপকে আটক করল সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরজি করে কাণ্ডে নতুন কোনও তথ্য সামনে আসে কিনা আপাতত সেদিকেই নজর সকলের।