আর নেই রক্ষে! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, বাংলায় এবার দাপট দেখাবে বৃষ্টি

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার প্রসঙ্গে এবার বড় আপডেট (Weather Update) সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আগামী দিনগুলিতে এই নিম্নচাপের শক্তি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী সপ্তাহে পূর্ব ও মধ্য ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু, কর্ণাটকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

জেনে নিন আবহাওয়ার আপডেট (Weather Update):

আমরা যদি গত ২৪ ঘণ্টার আবহাওয়ার (Weather Update) পরিস্থিতির দিকে তাকাই সেক্ষেত্রে পশ্চিম রাজস্থান, হরিয়াণা, পশ্চিম মধ্যপ্রদেশ, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে ভারী বৃষ্টি হয়েছে। এদিকে, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে অতিভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে।

Weather Update A deep depression is forming in the Bay of Bengal.

উত্তর-পশ্চিম ভারতের আগামী দিনের আবহাওয়ার (Weather Update) দিকে তাহলে দেখা যাবে যে হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, জম্মুও কাশ্মীর, লাদাখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। একাধিক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে মুজাফফরাবাদ, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পাঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম রাজস্থানে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি চলবে। এর মধ্যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে আগামী ১৯ এবং ২০ অগাস্ট, হিমাচল প্রদেশে ১৬ থেকে ২০ অগাস্ট, উত্তরাখণ্ডে ১৭ থেকে ২০ অগাস্ট, হরিয়াণা, চণ্ডীগড় এবং দিল্লিতে ২০ অগাস্ট, পশ্চিম উত্তরপ্রদেশে ১৮ থেকে ২২ অগাস্ট, পূর্ব উত্তরপ্রদেশে ১৭ থেকে ২২ অগাস্ট, পশ্চিম রাজস্থানে ১৬ এবং ১৭ অগাস্ট, পূর্ব রাজস্থান এবং পশ্চিম রাজস্থানে ১৬ অগাস্ট অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: পূরণ হচ্ছে ব্যবহারকারীদের দীর্ঘদিনের “ডিমান্ড”! এবার WhatsApp নিয়ে আসছে এই দুর্দান্ত ফিচার

এছাড়া পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলির কথা বললে, মধ্যপ্রদেশ, বিদর্ভ, গোয়া, ছত্তিশগড়, গুজরাট, মারাঠওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, সৌরাষ্ট্র ও কচ্ছে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি অব্যাহত থাকবে। মধ্যপ্রদেশে আগামী ১৬ থেকে ২২ অগাস্ট, বিদর্ভে ১৬ থেকে ২০ অগাস্ট, ছত্তিশগড়ে ১৬ থেকে ২১ অগাস্ট, কোঙ্কন এবং গোয়ায় ১৮ থেকে ২১ অগাস্ট, মহারাষ্ট্রে ১৯ এবং ২০ অগাস্ট, মধ্য মহারাষ্ট্রে ১৯ এবং ২০ অগাস্ট, গুজরাট ও মারাঠাওয়াড়ায় ১৬ অগাস্ট এবং ছত্তিশগড়েও ১৬ ও ১৭ অগাস্ট ভারী বৃষ্টি (Weather Update) হবে।

আরও পড়ুন: বয়স ২৩.৩ কোটি বছর! মিলল বিশ্বের সবথেকে পুরনো ডাইনোসরের জীবাশ্ম, বিজ্ঞানীরা দিলেন বিরাট তথ্য

এদিকে, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং সিকিমে ২০-২২ অগাস্ট, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৬ থেকে ২০ অগাস্ট, বিহারে ১৮ থেকে ২০ অগাস্ট, ঝাড়খণ্ড ও ওড়িশায় ১৬ থেকে ২০ অগাস্ট, অরুণাচল প্রদেশে ২২ অগাস্ট, আসাম ও মেঘালয়ে ১৬ এবং ১৭ অগাস্ট এবং নাগাল্যান্ড ও মণিপুরে ২০ থেকে ২২ অগাস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর