বাতিল ডার্বি, আর জি করের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদে খেলোয়াড়রা

ডুরান্ড কাপে ১৮ আগস্ট অর্থাৎ রবিবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে ডার্বি (Derby Match) ম্যাচ হওয়ার কথা ছিল। তবে আর জি করের নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে বহু প্রতীক্ষিত এই কলকাতা ডার্বি (Derby Match) বাতিল করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি শহরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে এই ডার্বি। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর কলকাতার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও আনুষ্ঠানিক কোনও যোগাযোগ এখনও আসেনি। তবে জানা গিয়েছে পয়েন্ট উভয় দলের মধ্যে সমান ভাগ করা হবে। ফেরত দেওয়া হবে টিকিটের সম্পূর্ণ মূল্য।শুক্রবার ডার্বির টিকিট পাওয়ার আশায় প্রচুর সংখ্যক সমর্থক ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। অফলাইন টিকিট বিতরণের সময় উভয় ক্লাবের তাঁবুর সামনে দীর্ঘ, ঘুরতে থাকা সারি দেখা গিয়েছিল। সমর্থকদের মধ্যে উত্তেজনা স্পষ্ট ছিল, দিন শেষে টিকিট না পাওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

Derby Match

আর জি করের নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে বহু প্রতীক্ষিত এই কলকাতা ডার্বি (Derby Match) বাতিল করা হয়

লকাতার ডার্বি অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট বাতিলের খবর অনেক ভক্তকে হতবাক করেছে। যারা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু অন্যদিকে আবার এই সিদ্ধান্তকে সমর্থনও করছে একাধিক মানুষ। এই ডার্বিটি কলকাতা ফুটবলের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেখানে বিপুল জনসমাগম এবং দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। যদিও এই ম্যাচের দিন আর জি করের ঘটনার বিরুদ্ধে সুর চ বলে ভেবেছিল দর্শকরা। মিলে মিশে একই সুর গাওয়ার কথা ছিল সবুজ মেরুন ও লাল হলুদ সাপোর্টারদের।

তবে, নিরাপত্তার কারণে এই ম্যাচ বাতিল করা হয়েছে। প্রসঙ্গত বাদ রাখা হয়েছে দিল্লি সরকারের বেশ কিছু কর্মসূচিও। রবিবার থেকে দিল্লিতে বন্ধ থাকবে হাসপাতালগুলোর আউটডোর ও এমার্জেন্সী দপ্তর। রাজ্য সরকারের বিরুদ্ধে ধীরে ধীরে সুর চরাচ্ছে প্রত্যেকেই। চাপে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমতাবস্থায় এবার প্রতিবাদের জন্য ডার্বি ম্যাচ বাতিল করল ডুরান্ড কর্তৃপক্ষ। আর জি করের এই ঘটনা নিয়েই বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি।

 


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর