সারাদিনে কী কী করেন শাহরুখ, ডেইলি রুটিন ফাঁস কিং খানের

গুগল বলছে শাহরুখ খানের (Shah Rukh Khan) বর্তমান বয়স ২৮ বছর। এই বয়সেও অভিনেতা বেশ ফিট। বলিউডের বাদশাহের সৌখিন জীবনধারাও সবাইকে আকৃষ্ট করে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তরা প্রায়ই অভিনেতাকে তাঁর দৈনন্দিন রুটিন সম্পর্কে জিজ্ঞাসা করে। এবার অবশেষে কিং খান (Shah Rukh Khan) জানালেন নিজের প্রতিদিনের রুটিনের কথা।

শাহরুখ এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেছেন। শাহরুখ খান জানান, তিনি ভোর ৫টায় ঘুমান এবং প্রায় সকল ৯টার দিকে ঘুম থেকে ওঠেন। তিনি প্রতিদিন গভীর রাতে ৩০ মিনিটের জন্য ওয়ার্ক আউট করেন এবং দিনে মাত্র একবার পেট ভর্তি খাবার খান। কিং খান বলেন, ‘আমি ভোর পাঁচটায় ঘুমাতে যাই। যে সময় মার্ক ওয়াহলবার্গ জাগে, তখন আমি সেই সময় ঘুমাতে যাই। তারপর আমি শুটিং থাকলে নয় বা দশটার দিকে উঠি। কিন্তু তারপর আমি রাত ২-র দিকে বাড়ি ফিরি। স্নান করে তারপর তারপর ঘুমানোর আগে ওয়ার্ক আউট করি।’

Shah Rukh Khan

এবার অবশেষে কিং খান (Shah Rukh Khan) জানালেন নিজের প্রতিদিনের রুটিনের কথা

কোনও সন্দেহ নেই যে এটি শাহরুখ খানের কঠোর রুটিন যা আজও তাঁকে নিখুঁততার সঙ্গে অ্যাকশন দৃশ্যগুলি করতে সহায়তা করে। গত বছর, যখন কিং খান পাঠান এবং জওয়ানের দিয়ে তাঁর কাম ব্যাক করেছিলেন, তখন তিনি তাঁর অ্যাকশন সিকোয়েন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার পাঠান, জওয়ান এবং হিট ছবি ডানকি দেওয়ার পর, শাহরুখ খানকে শীঘ্রই ‘কিং’-এ দেখা যাবে। জল্পনা রয়েছে যে এই ছবিতে তাঁকে তাঁর মেয়ে সুহানা খান এবং মুঞ্জ্য তারকা অভয় বর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

শাহরুখ খান লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কিং সম্পর্কে খোলামেলাভাবে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘এটি একটি হিন্দি অ্যাকশন ড্রামা, এই ছবিটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। আমি কিছুদিন ধরে এইরকম একটা ফিল্ম করতে চাইছিলাম, আর আমি আসলে সাত, আট বছর ধরে এইরকম একটা ফিল্ম করতে চেয়েছিলাম। আমরা সবাই মিলে একটা ভালো, অ্যাকশন, ইমোশনাল ফিল্ম তৈরি চলেছি। আশা করি এটা দর্শকদের পছন্দ হবে।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর