কোনওদিন দাদাগিরিতে যাব না! আর জি কর কাণ্ডে সৌরভের বেফাঁস মন্তব্য শুনে বিস্ফোরক স্বস্তিকা

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের (RG Kar incident) তরুণী মৃত্যুর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্ত্যব্য করেছিলেন বাংলার আইকন তথা প্ৰাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। তারপর থেকে ক্ষোভে  ফেটে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই। অনেকে দাদাগিরি বয়কট করার দাবিও তুলেছেন। এছাড়া দাদাগিরিতে অংশ নেওয়ার জন্য অনেকে এখন দুঃখ প্রকাশ করছেন।

আরজিকর কান্ডে সৌরভের প্রতিক্রিয়া শুনে ক্ষোভ স্বস্তিকা মুখার্জির (Swastika Mukherjee)

এতদিন যাঁর  ফ্যান ছিল গোটা বাংলার মানুষ এদিন তাঁর করা একটি মন্তব্যই তাঁকে সকলের চোখে টেনে নামিয়ে এনেছে। সৌরভের মন্তব্য শুনে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যা ইতিমধ্যেই দাবানোর গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার নাম না করেই সৌরভ গাঙ্গুলীর এমন মন্তব্যের জন্য কড়া ভাষায় সমালোচনা করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি-ও (Swastika Mukherjee)। 

এদিন তিনি লিখেছেন,’আমি কোনওদিন দাদাগিরিতে যাইনি, যাওয়া হয়নি। আর কোনওদিন যাব না। অ্যাক্সিডেন্টলি যাব না, সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ ও খুন কোনও দুর্ঘটনা নয়। আর এটি কোনও বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েরাই নিরাপদ নয়। কোনও রাজ্যেই নয়। ধর্ষণ ও খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে— তারা ইচ্ছে করে করেছে/করে। জেনে বুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।’

আরও পড়ুন : TRP উঠবে হুড়মুড়িয়ে! ফিরছে ঋত্বিক-অন্বেষার জনপ্রিয় জুটি, প্রকাশ্যে ‘আনন্দী’র প্রথম প্রোমো

এখানেই শেষ নয়, সকলের প্রিয় মহারাজের উদ্দেশ্যে স্বস্তিকার (Swastika Mukherjee) বার্তা, ‘আমাদের ভালবাসার আইকন, এই নৃশংস ঘটনাকে এভাবে ছোট না করলেও হত।’আরজিকরের  নৃশংস ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ বলেছিলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত। আরজি করে যেরকম ঘটনা ঘটেছে, তা যে কোনও জায়গায় ঘটতে পারে।’

swastika mukherjee daughter missing

সেইসাথে তিনি  বলেছিলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর