বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। কোথাও কোথাও ভারী বর্ষণও হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই বৃষ্টি কমবে না। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের তৈরী হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
সকাল থেকেই ভিজছে তিলোত্তমা। রাতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে।
এরপর পর সোম ও মঙ্গলবারেও ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে।
আরও পড়ুন: আর জি কর কাণ্ডে বিরাট পদক্ষেপ সুপ্রিম কোর্টের, তোলপাড় দেশ
উত্তরবঙ্গে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং এ বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও আগামীকাল থেকে উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।